আর্কাইভ থেকে আন্তর্জাতিক

পুরোনো সেতু ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৪১

পুরোনো সেতু ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৪১
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীতে নির্মিত প্রায় দেড়শ বছরের পুরোনো একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে। এতে ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৪১ জন। এতে অনেকে আহত হয়েছেন। রোববার (৩০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। সোমবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গুজরাটের মোরবি জেলার মাচ্ছু নদীতে প্রায় দেড়শ বছরের পুরোনো ঐতিহাসিক ওই ঝুলন্ত সেতু রোববার ভেঙে পড়ে। মেরামতের পর চারদিন আগে এই সেতুটি পুনরায় খুলে দেয়া হয়। ভেঙে পড়ার সময় পাঁচ শতাধিক মানুষ সেতুতে ছিলেন। দুর্ঘটনার পরপরই প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৪০ বলে জানানো হয়। পরে রাতেই তা সংশোধন করে ৯১ বলে প্রকাশ করা হয়। আর সোমবার সকালে নিহতের সংখ্যা বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত প্রায় ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজনের অনুসন্ধান চলছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন পুরোনো | সেতু | ভেঙে | মৃতের | সংখ্যা | বেড়ে | ১৪১