কাতার বিশ্বকাপে যাবার প্রাক্কালে নিজেদের প্রস্তুতিটা দারুনভাবে সেড়ে নিল লিওনেল মেসি, এ্যাঞ্জেল ডি মারিয়াদের উড়তে থাকা আর্জেন্টিনা।
স্থানীয় সময় বুধবার নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে তারা সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। এই জয়ের এক ঘন্টা পরেই আলবে সেলেস্তারা কাতারে এসে পৌঁছেছে।
আবু ধাবীর মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে মেসি একটি গোল করা ছাড়াও একটি এ্যাসিস্টও করেছেন। ডি মারিয়া দিয়েছেন দুই গোল। বাকি গোল দুটি এসেছে জুলিয়ান আলভারেজ ও কার্লোস জোয়াকুইন কোরেয়ার পা থেকে।
বুধবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয় নিয়ে আজ বৃহস্পতিবার বিশ্বকাপ খেলতে কাতারে পা রাখলেন লিওনেল মেসিরা। বিশ্বকাপের এবারের ২২তম আসরের পর্দা উঠবে আগামী রোববার থেকে।
এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল হিসেবে দক্ষিণ আমেরিকান জায়ান্টরা মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে গ্রুপ-সি’তে বিশ্বকাপ মিশন শুরু করবে। এই গ্রুপে অপর দুই দল হলো মেক্সিকো ও পোল্যান্ড।
১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনরা টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে খেলতে এসেছে। এই ম্যাচে গোলের মাধ্যমে মেসি ক্যারিয়ারের ৯১তম আন্তর্জাতিক গোল করার কৃতিত্ব দেখালেন।
এ সম্পর্কে স্কালোনি বলেন, আমাদের কিছু সমস্যা রয়েছে। প্রথম ম্যাচের দল গঠনে এখনো আমরা অপেক্ষায় আছি। দল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আমি এটি বলছি না এই চারজন তালিকা থেকে বাদ যাবে। কিন্তু কিছুটা অস্বস্তি বোধ করায় আজ তাদেরকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাইনি। আমাদের অত্যন্ত সতর্কতার সাথে এগুতে হবে।