আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতে আরো একটি ব্যবসা বন্ধ করছে অ্যামাজন

ভারতে আরো একটি ব্যবসা বন্ধ করছে অ্যামাজন
ভারতে পাইকারি বিতরণ ব্যবসাও বন্ধ করে দিচ্ছে অ্যামাজন। বার্ষিক পরিচালন কার্যক্রম পর্যালোচনা এবং খরচ কমানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্টটি। এর আগে বেঙ্গালুরুতে খাদ্য সরবরাহ ব্যবস্থা এবং স্কুল লার্নিং প্ল্যাটফর্মটির কার্যক্রমও বন্ধের ঘোষণা দেয় অ্যামাজন। ইন্ডিয়া টুডের খবর অনুসারে, অ্যামাজনের পাইকারি পণ্য বিতরণ ব্যবসা বেঙ্গালুরু, মাইসুরু ও হুবলি শহরে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি ছোট ব্যবসাগুলোকে সহায়তায় স্থানীয় দোকান যেমন কিরানা স্টোর, ফার্মেসি ও ডিপার্টমেন্ট স্টোরে সরাসরি পণ্য বিতরণ করে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি অর্থনৈতিক মন্দার আশঙ্কায় ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে বড় ধরনের কর্মী ছাঁটাই করছে অ্যামাজন। একটি বিবৃতিতে সংস্থাটি নিশ্চিত করেছে, প্রতিষ্ঠানটি বার্ষিক পরিচালন কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে পাইকারি বিতরণ ব্যবসা অ্যামাজন ডিস্ট্রিবিউশন বিভাগটি বন্ধ করে দেবে। আগামী ২৯ ডিসেম্বর পরিষেবাটি বন্ধ হয়ে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | আরো | ব্যবসা | বন্ধ | করছে | অ্যামাজন