নিজেদের দ্বিতীয় খেলায় সুইজারল্যান্ডের সাথে ১-০ গোলে জয়ের পর ফিফা কাতার বিশ্বকাপে ফ্রান্সের পর নক আউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। একই রাতে উরুগুয়ে বিপক্ষে ২-০ গোলে পর্তুগালের জয়ের পর তারাও এক রকম নিশ্চিত করে ফেলেছে নক আউট পর্ব।
নক আউট পর্বে সেলেসাওদের প্রতিপক্ষ পর্তুগাল হবে কি না এ জন্য কষতে হবে কিছু হিসাব। ব্রাজিল আছে গ্রুপ জি তে এবং পর্তুগাল আছে গ্রুপ এইচ এ। গ্রুপ জি এর গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ এইচ এর রানার্সআপের সাথে এবং গ্রুপ এইচের গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ জি'র রানার্সআপের সাথে।
গ্রুপ এইচে পর্তুগালের পরে নক আউটে যাবার সম্ভাবনা আছে ঘানার, উরুগুয়ে এবং দঃ কোরিয়া তিন দলেরি। সামনের ম্যাচে মুখোমুখি হবে ঘানা এবং উরুগুয়ে এই ম্যাচে যেই জিতবে সেই দল রানার্সআপ হিসেবে যাবে দ্বিতীয় রাউন্ডে। আর যদি ড্র হয় তাহলে আগে একটা জয় থাকায় ঘানা রানার্সআপ হিসেবে চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। আবার আরেকদিকে দঃকোরিয়ার খেলা আছে পর্তুগালের সাথে। তাদের সুযোগ আছে দ্বিতীয় পর্বে যাবার যদি তারা পর্তুগালকে বড় ব্যাবধানে পরাজিত করে আর ঘানা উরুগুয়ে ম্যাচ ড্র হয়। তখন কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ এ জন্য গুনতে হবে গোল ব্যাবধান।
গ্রুপ জি তে ব্রাজিলের পরে নক আউটে যাবার সম্ভাবনা আছে সুইজারল্যান্ড, ক্যামেরুন এবং সার্বিয়ার। তবে সব থেকে সহজ সমীকরণে আছে সুইজারল্যান্ড এবং সার্বিয়া। সামনের ম্যাচে মুখোমুখি হবে দল দুইটি এই ম্যাচে যে জিতবে সেই নিশ্চিত করবে সেকেন্ড রাউন্ড। তবে ড্র করলে সুইসরা রানার্স আপ হিসেবে যাবে সেকেন্ড রাউন্ডে, যদি ক্যামেরুন হারে ব্রাজিলের সাথে। আবার ক্যামেরুন যদি ব্রাজিলের সাথে জিতে যায় আর সার্বিয়া সুইজারল্যান্ডের ম্যাচ যদি ড্র হয় তাহলে ক্যামেরুন যাবে সেকেন্ড রাউন্ডে। আর ব্রাজিলকে রানার্সআপ হতে হলে ক্যামেরুনের সাথে হারতে হবে বড় ব্যাবধানে এবং সুইসদের জিততেই হবে সার্বিয়ার সাথে। সব ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ২ ডিসেম্বর পর্যন্ত।