আর্কাইভ থেকে আন্তর্জাতিক

আইএসের শীর্ষ নেতা নিহত

আইএসের শীর্ষ নেতা নিহত
যুদ্ধে সংগঠনের শীর্ষ নেতা আবু হাসান আল-হাশিমি আল-কুরাশি নিহতের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) বা আইএস। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার (৩০ নভেম্বর) সংগঠনটির এক মুখপাত্র জানিয়েছে ইরাকের নাগরিক আল-কুরাশি যুদ্ধে নিহত হয়েছেন। শীর্ষ নেতার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আবু ওমর আল-মুহাজের নামের ওই মুখপাত্র। তিনি দলের নতুন নেতা হিসেবে আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরাইশির নাম ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে নিহত হন আবু হাসান আল-হাশিমি আল-কুরাশি। আইএসের প্রধানকে হত্যা নিয়ে সেন্টকমের মুখপাত্র কর্নেল জো বুচিনো এক বিবৃতিতে বলেন, ‘সিরিয়ার দা’রা প্রদেশে ফ্রি সিরিয়ান আর্মি এ অভিযান চালায়। এ অঞ্চলের জন্য (সিরিয়া) আইএসআইএস হুমকি হিসেবে রয়ে গেছে। সেন্টকম ও মিত্রদের নজর আইএসআইএসের স্থায়ী পরাজয়ে।’ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভিযানে আইএসের প্রধান আবু ইব্রাহিম আল-কুরাশি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন আবু হাসান আল-কুরাশি। আইএসের সদ্য নিহত এ নেতা সম্বন্ধে বিস্তারিত কিছু জানা যায়নি। আল-কুরাশিকে ছদ্মনাম মনে করা হচ্ছে, যেটি গ্রহণ করেছেন আইএসের বিভিন্ন নেতা।

এ সম্পর্কিত আরও পড়ুন আইএসের | শীর্ষ | নেতা | নিহত