আর্কাইভ থেকে অপরাধ

আয়াত হত্যা: ১৫ দিন পরে মাথা উদ্ধার

আয়াত হত্যা: ১৫ দিন পরে মাথা উদ্ধার
চট্টগ্রামের ইপিজেডে ৫ বছরের শিশু আলীনা ইসলাম আয়াতকে হত্যার পর ছয় টুকরা করা শিশু আলিনা ইসলাম আয়াতের মাথার অংশ বিশেষ পতেঙ্গা সাগরপাড়ের স্লুইচগেট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআইয়ের পরিদর্শক মো. ইলিয়াস। তিনি জানান, নির্মম হত্যার শিকার শিশু আয়াতের পায়ের অংশ উদ্ধার করা হয়েছিল বুধবার (৩০ নভেম্বর)। আজ সকালে শিশুটির মাথা উদ্ধার করা হয়েছে। এর আগে সোমবার (২৯ নভেম্বর) মামলার গ্রেপ্তার আসামি আবির আলীর আরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে, এ হত্যায় আবীর আলীর মা-বাবার তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড প্রাপ্তরা হলেন- আবির মিয়ার বাবা আজহারুল ইসলাম মা আলো বেগম। এর আগে, সোমবার চট্টগ্রাম নগরীর ইপিজিড এলাকা থেকে আবিরের মা-বাবা ও এক বোনকে আটক করা হয়। গেলো ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলার বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পাশে মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ওইদিন ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা সোহেল রানা। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আবির আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির জানায়, শিশু আয়াতকে মুক্তিপণ দাবির উদ্দেশ্যে অপহরণ করে। তবে শিশু আয়াত চিৎকার করতে থাকলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘাতক। পরে আকমল আলী সড়কের বাসায় নিয়ে মরদেহ ছয় টুকরো করে। এরপর মরদেহের খণ্ডিত অংশগুলো দুটি ব্যাগে ভর্তি করে বেড়িবাঁধ এলাকায় নদীতে ফেলে দেয়।  

এ সম্পর্কিত আরও পড়ুন আয়াত | হত্যা | ১৫ | দিন | মাথা | উদ্ধার