আর্কাইভ থেকে ক্রিকেট

মাত্র ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ভারতের ম্যাচ

মাত্র ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ভারতের ম্যাচ
বাংলাদেশ-ভারতের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ৪ ও ৭ ডিসেম্বরের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। এই দুই ম্যাচ মাঠে বসে উপভোগ করার জন্য টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা। রবিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার ওয়ানডে সিরিজ। দর্শকের জন্য পাঁচ দামের টিকিট ছাড়ছে বিসিবি। সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০ টাকা। এই দামে টিকিট নিলে ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবে দর্শকরা। এ ছাড়া নর্থ এবং সাউথ স্ট্যান্ডে খেলা দেখতে হলে ৩০০ টাকা খরচ করে টিকিট কিনতে হবে ভক্ত-সমর্থকদের। ক্লাব হাউজে বসে খেলা উপভোগ করতে চাইলে ৫০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। এ ছাড়া এক হাজার টাকা দিয়ে ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে। ভারত-বাংলাদেশের মধ্যকার প্রথম দুই ওয়ানডে ম্যাচ মাঠে বসে উপভোগ করার জন্য সর্বোচ্চ ১৫শ’ টাকার টিকিট কিনতে পারবে দর্শকরা। এই অর্থ খরচ করলে গ্র্যান্ড স্ট্যান্ডে বসেই খেলা দেখতে পারবে যে কেউই। ম্যাচের আগের দিন ৩ ডিসেম্বর শনিবার থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। এ ছাড়াও খেলার দিন সকালেও নির্দিষ্ট বুথে টিকিট পাওয়া যাবে। এবার টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দীর ইনডোর স্টেডিয়ামের বুথে।

এ সম্পর্কিত আরও পড়ুন মাত্র | ২০০ | টাকায় | দেখা | বাংলাদেশভারতের | ম্যাচ