আর্কাইভ থেকে লাইফস্টাইল

তেল ম্যাসাজ করলে কি বাচ্চার স্কিন ঝকঝকে হয়ে যাবে!

তেল ম্যাসাজ করলে কি বাচ্চার স্কিন ঝকঝকে হয়ে যাবে!
শিশুদের শরীরে ম্যাসাজ করার অভ্যাস শতাব্দী প্রাচীন। মা-দাদিরা বাচ্চাদের তেল দিয়ে রোদে বসে ম্যাসাজ করেন। বলা হয়, ম্যাসাজ করলে নাকি শিশুর হাড় মজবুত হয় এবং পেশীও মজবুত হয়। যাইহোক, কিছু মহলে এটাও বিশ্বাস করা হয় যে শিশুকে ম্যাসাজ করলে শিশুর ত্বক নাকি উজ্জ্বল হয়। আপনিও যদি এটি মনে করেন এবং প্রতিদিন শিশুকে ম্যাসাজ করেন ঝলমলে স্কিন পাওয়ার জন্য,তাহলে কতটা সত্যতা রয়েছে তা চিকিৎসকের থেকে জেনে নিন। এটা জানার পর আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে আপনার শিশুকে ম্যাসাজ করলে কী কী উপকার পাবেন। শিশু বিশেষজ্ঞের মত কী? নয়ডার আর্লি ইন্টারভেনশন সেন্টারের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ স্বাতী শেঠ বলেন, ম্যাসাজ করলে শিশুর ত্বকের কোনও পরিবর্তন হয় না। শিশুর গায়ের রং উজ্জ্বল হবে না গম হবে নাকি অন্য হবে, এটা সম্পূর্ণ নির্ভর করে তার জিনের উপর। তাই ম্যাসাজ করলে ঝকঝকে ত্বক হওয়াটা একেবারেই যুক্তিযুক্ত নয়। ক্রিমও ফর্সা করে না বিশেষজ্ঞদের মতে, কোনও ম্যাসাজ তেল বা ক্রিম শিশুর ত্বক উজ্জ্বল করতে পারে না। আপনি যদি আপনার শিশুর গায়ের রং উন্নত করতে ম্যাসাজ করেন, তাহলে আপনার তা করা বন্ধ করা উচিত। শিশুর ম্যাসেজের উপকারিতা এমন নয় যে শিশুকে মালিশ করলে অন্য কোনও উপকার হয় না। এটি নবজাতকের শারীরিক, মানসিক এবং উন্নয়নমূলক সুবিধা প্রদান করে। এশিয়ান নার্সিং রিসার্চ জার্নাল অনুসারে ম্যাসাজ শিশুর মানসিক বিকাশকে প্রভাবিত করে এবং মা ও শিশুর মধ্যে বন্ধন তৈরি করে। ম্যাসাজ শিশুর মানসিক চাপ কমায় এবং শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসরণ করে, যা শিশুকে ভালো অনুভব করে। ম্যাসাজিং শিশুর দক্ষতাও বিকাশ করে।

এ সম্পর্কিত আরও পড়ুন তেল | ম্যাসাজ | বাচ্চার | স্কিন | ঝকঝকে | হয়ে