আর্কাইভ থেকে আইন-বিচার

বিএনপির ৪২৬ নেতাকর্মীর ফের জামিন আবেদন

বিএনপির ৪২৬ নেতাকর্মীর ফের জামিন আবেদন
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে গত ৭ ডিসেম্বর দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪২৬ নেতাকর্মী। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) তারা জজ আদালতে জামিনের আবেদন জমা দেন। তাদের আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত বিভিন্ন কারণে পরপর ৩ তারিখে তাদের জামিন নামঞ্জুর করার পর আজ জামিন আবেদন জমা দেয়া হয়। পল্টন মডেল থানায় দায়ের করা মামলার আসামিদের মধ্যে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান জামিন আবেদনের শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন। একই আদালত গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ করেন। নয়াপল্টনে দলটির কার্যালয়ের সামনে সংঘর্ষের একদিন পর ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করা হয়। সংঘর্ষে ১ জন নিহত এবং আরও কয়েক জন আহত হয়েছেন। মামলায় গত ৭ ডিসেম্বর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মোট ৪৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পরদিন ঢাকার আদালতে হাজির করা হয়। ৯ ডিসেম্বর ভোররাত ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ফখরুল ও আব্বাসকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। একই দিন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম জামিন আবেদন নাকচ করে ফখরুল ও আব্বাসকে কারাগারে পাঠান। নয়াপল্টন এলাকায় পুলিশের ওপর হামলা চালাতে দলের সদস্যদের উসকানি দেয়ার অভিযোগে ওই ২ বিএনপি নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপির | ৪২৬ | নেতাকর্মীর | ফের | জামিন | আবেদন