রেহামের এটি তৃতীয় বিয়ে। ইমরানের আগে তিনি বিয়ে করেছিলেন ইজাজ রহমান নামে এক মনোরোগ বিশেষজ্ঞকে, ১৯৯৩ সালে। ২০০৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। রেহামের বয়স এখন ৪৯, তার তৃতীয় স্বামী বিলালের বয়স ৩৬। ২০১৪ সালে ইমরান খানের সঙ্গে গাঁটছড়া বেধেছিলেন রেহাম। তাদের বিয়ে টিকেছিল মাত্র ১০ মাস। ইমরান ‘অবিশ্বস্ত’ ছিলেন এমন অভিযোগে তার সঙ্গে ২০১৫ সালে বিচ্ছেদ ঘটনা রেহাম। পরে ২০১৮ সালে নিজের জীবনীতে ইমরান খানের বিরুদ্ধে নিয়মিত মাদকগ্রহণে বাধ্য করা ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন তিনি।Reham Khan on Twitter: "We had a lovely Nikkah ceremony performed in Seattle with the blessings of @MirzaBilal__ parents & my son as my Vakeel. pic.twitter.com/960WQjgNqU / Twitter"
We had a lovely Nikkah ceremony performed in Seattle with the blessings of @MirzaBilal__ parents & my son as my Vakeel. pic.twitter.com/960WQjgNqU