সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আজ শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকা বাদে দেশব্যাপী জেলা ও মহানগরে গণমিছিল করবে বিএনপি। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় ঢাকার আজকের গণমিছিল অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
গণমিছিলে রাজনীতিবিদদের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজপথে নামবে বিএনপি ও সমমনা দলগুলো।
আজকের কর্মসূচি সফল করার লক্ষ্যে সবাইকে গণমিছিলে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণমিছিলের প্রস্তুতি সভায় আমান বলেন, বিএনপির গণজোয়ার ঠেকাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অনেক নেতাকর্মীকে তারা অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে।
ঢাকা মহানগর ও জেলা ছাড়া আজ সারাদেশে গণমিছিল কর্মসূচির নেতৃত্ব নির্ধারণ করেছে বিএনপি। বিভাগীয় পর্যায়ে স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য, ভাইস চেয়ারম্যানদের এ নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য জেলায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা গণমিছিলে নেতৃত্ব দেবেন।
গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা দাবি উত্থাপন করে ২৪ ডিসেম্বর দেশব্যাপী এ দাবিতে গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে একইদিন ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল থাকায় কর্মসূচি পুনর্বিন্যাস করে ২৪ ডিসেম্বরের ঢাকা মহানগর ও জেলার গণমিছিল কর্মসূচি ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়।