আর্কাইভ থেকে দেশজুড়ে

মাটির নিচে মিলল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

মাটির নিচে মিলল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ
লক্ষ্মীপুরে মাটি কাটার সময় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (পাখার একাংশ) পাওয়া গেছে। সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামে ইটভাটার জন্য একটি খেতে মাটি কাটার সময় এটি পাওয়া উদ্ধার হওয়া পাখাটি ১ হাজার ৬০০ টাকা ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বিক্রির বিষয়টি মুরাদ নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধার হওয়া পাখাটি তারা দেখেছেন। রোটারসহ পাখার একাংশ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে ইটভাটার জন্য মাটি কাটার সময় এটি উদ্ধার হয়। পরে ইটভাটার লোকজন তা নিয়ে গেছে। এই পাখাটি ব্রিটিশ আমল অথবা মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে। মা ব্রিকসের স্বত্ত্বাধিকারী খোরশেদ আলম সুমন বলেন, ‘আমি ঢাকাতে আছি। উদ্ধার হওয়া পাখাটি আমাদের হেফাজতে আছে। অফিস চলাকালীন সময় এটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দেব।’

এ সম্পর্কিত আরও পড়ুন মাটির | নিচে | মিলল | হেলিকপ্টারের | ধ্বংসাবশেষ