আর্কাইভ থেকে ফুটবল

এবার মার্টিনেজকে ধুয়ে দিলেন হুগো লরিস

এবার মার্টিনেজকে ধুয়ে দিলেন হুগো লরিস
শ্বাসরুদ্ধকর ফাইনালে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে নায়কের ভূমিকা পালন করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফ্রেঞ্চ উইঙ্গার কিংসলে কোম্যানের শট ঠেকিয়ে দেন তিনি। এছাড়া তার কৌশলে বোকা বনে গোলপোস্টের বাইরে দিয়ে বল পাঠান অরেলিয়ান চৌমেনি। কাতারে মাঠে ও মাঠের বাইরে বাজে আচরণ করে সমালোচিত হন তিনি। মঙ্গলবার (১০ জানুয়ারি) ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাদ্যম গোল ডটকমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মার্টিনেজের ‘অস্বাভাবিক’ আচরণের জন্য অভিযোগপত্রও দাখিল করে ফ্রান্স। এবার নিজের মতামত জানালেন ফরাসি গোলকিপার হুগো লরিস। সেই আর্জেন্টাইনের মতো করতে পারতেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মার্টিনেজকে ধুয়ে দিয়ে লরিস বলেন, এমন কিছু কাজ আছে যা আমি করতে পারি না। গোলপোস্টে কাউকে বোকা বানানো, প্রতিপক্ষকে ধাক্কা দেয়া এবং গোললাইন অতিক্রম করা… এসব পারা যায় না। প্রভাবশালী ফ্রেঞ্চ সংবাদমাধ্যম এল’ইকুয়েপকে তিনি বলেন, আমি খুব যুক্তিবাদী এবং সৎ একজন মানুষ। আমি জানি না, কিভাবে এভাবে জিততে হয়। সত্যিই এভাবে হারতে চাইনি। তবে লরিস স্বীকার করেছেন, শুটআউটে আর্জেন্টিনার জয়ের প্রধান ছিল মার্টিনেজ। কিন্তু তিনি মনে করেন, সেসময় আন্ডারহ্যান্ড পদ্ধতি অবলম্বন করেছে আলবিসেলেস্তে গোলকিপার। যেমন- চৌমেনি কিক নেয়ার আগে বলটি দূরে ছুড়ে দেয় সে।

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | মার্টিনেজকে | ধুয়ে | দিলেন | হুগো | লরিস