আর্কাইভ থেকে ক্রিকেট

উত্তেজনা শেষে মাশরাফিদের পাঁচে পাঁচ

উত্তেজনা শেষে মাশরাফিদের পাঁচে পাঁচ
বাংলাদেশ প্রিমিয়া লীগ বিপিএলে কাপ্তান মাশরাফির নেতৃত্বে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিল সিলেট স্ট্রাইকার্স। উত্তেজনার পর ঢাকার বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে তারা। ঢাকার দেয়া ১২৮ রান তুলতে অবশ্য বেশ চাপের মুখেই পড়তে হয়েছিল সিলেটকে। শেষ পর্যন্ত থিসারা পেরেরা বিশ্বস্ত হাত জয় এনে দেয় দলকে। ওপেনিংটা বেশ ভালোই ছিল সিলেটের। মোহাম্মদ হারিস ও নাজমুল শান্ত মিলে গড়েন ৫২ রানের জুটি। যদিও হারিসের ৩২ বলে ৪৪ রানের ইনিংসের সাথে নাজমুল শান্তর ছিল ২০ বলে ১২ রানের এক নিষ্প্রাণ ইনিংস। ৩ বলে ১ রান করে জাকির হাসানের উইকেটের পর দলের হাল ধরেন মুশফিক। দলীয় ১০৫ রানের মাথায় তাসকিনের হাতে মুশি আউট হলে খানিকটা চাপে পরে সিলেট। তবে তার পরের ওভারেই সেই চাপ সামলে নেন শ্রীলঙ্কান ব্যাটার থিসারা পেরেরা। সাথে যোগ দেন আকবর আলী। ফলে চাপ সামলে ৫ উইকেটের জয় পায় ম্যাশ বাহিনী। এর আগে দুপুরে টচে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেন।  প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান সংগ্রহ করে ঢাকা । বরাবরের মতো আজও ব্যর্থ ছিলেন সৌম্য। রানের খাতা না খুলেই বিদায় নিয়েছেন তিনি। ১৭ বলে ১৭ রান করে ফেরেন দিলশান মুনাবীরা। সৌম্য সরকারের মতো ০ করে আউট হন রবিন দাসও। দলের আরেক ওপেনার আফগান ব্যাটার ওসমান ২৭ বলে ২৮ করে ফিরে যান নাজমুল ইসলামের বলে। এরপর মিথুন,আরিফুল ও তাসকিনকে সাথে নিয়ে অধিনায়ক নাসির হোসেনের ৩১ বলে ৩৯ রানের ইনিংস দলকে দেয় ১২৮ রানের পূঁজি।  

এ সম্পর্কিত আরও পড়ুন উত্তেজনা | শেষে | মাশরাফিদের | পাঁচে | পাঁচ