আর্কাইভ থেকে বাংলাদেশ

সীমিত পরিসরের লকডাউনে পথে পথে ভোগান্তি মানুষের

সীমিত পরিসরের লকডাউনে পথে পথে ভোগান্তি মানুষের

গণপরিবহন চলবে না অথচ অফিস খোলা । এমন  সীমিত পরিসরের লকডাউন পালন করতে যেয়ে পথে পথে ভোগান্তির শিকার হচ্ছেন রাজধানীবাসী। গণপরিবহণ চলতে পারে বলে অপেক্ষা করছেন অনেকে, কিন্তু কোন যানবাহনের  দেখা নেই।

রাস্তায় রাস্তায় অফিসগামী যাত্রীরা জটলা করে দাঁড়িয়ে আছেন। যে রিকশাগুলো চলছে সেগুলোর ভাড়াও বেশি।

গণপরিবহনন চলাচল বন্ধ থাকলেও খোলা রয়েছে সরকারি-বেসরকারি অফিস। অফিসগুলোকে তাদের কর্মী আনা-নেওয়ার ব্যবস্থা করতে বলা হলেও বহু প্রতিষ্ঠানই তা করেনি। ফলে অফিসগামীদের মাঝে ভোগান্তির সেই পুরোনো চিত্রই দেখা যাচ্ছে। 

কেউ কেউ  পিকআপে উঠে অফিসে যাওয়ার চেষ্টা করছেন। কেউ  কোনো বাহন না পেয়ে হাঁটতে শুরু করেছেন ।

গণপরিবহন বন্ধ থাকায় এভাবেই রাজধানীতে অফিসগামী যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন সীমিত | পরিসরের | লকডাউনে | পথে | পথে | ভোগান্তি | মানুষের