আর্কাইভ থেকে অর্থনীতি

কমেছে কোটিপতি আমানতকারীর সংখ্যা

কমেছে কোটিপতি আমানতকারীর সংখ্যা
দেশের অর্থনৈতিক মন্দায় ব্যাংকগুলোতে কোটিপতি আমানতকারী হিসাবধারীর সংখ্যা কমেছে। গত জুনে কোটিপতি আমানতকারীদের হিসাব ছিল ১ লাখ ৮ হাজার ৪৫৭টি। গত সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৪টি। আলোচ্য তিন মাসে কোটিপতি হিসাবধারীর সংখ্যা কমেছে ১ হাজার ৮৯৩টি। প্রায় ২ শতাংশ কমেছে কোটিপতির সংখ্যা। আমানতকারীদের সংখ্যা কমার পাশাপাশি আমানতের প্রবৃদ্ধি কমেছে ৪৭ শতাংশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে কোটিপতি আমানতকারীর সংখ্যা কমার কোনো উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্টদের মতে, অর্থনৈতিক মন্দার কারণে ব্যাংকে আমানত রাখার প্রবণতা কমেছে। একই সঙ্গে আগের আমানত তুলে নেওয়ার প্রবণতাও বেড়েছে। এসব কারণে বড় আমানতকারীরাও টাকা তুলে নিচ্ছেন। এতে করে কোটিপতি আমানতকারীর সংখ্যা কমে গেছে। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, বড় আমানতকারীর সংখ্যা যেমন কমেছে, তেমনি ১ কোটি টাকার বেশি আমানতাকরীদের সংখ্যাও কমেছে। সবমিলে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবধারীর সংখ্যা গত জুনে ছিল ১ লাখ ৮ হাজার ৪৫৭ জন। গত সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৪ জনে। আলোচ্য তিন মাসের ব্যবধানে কোটিপতি আমানতকারী গ্রাহকের সংখ্যা কমেছে ১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে ১ কোটি টাকার বেশি থেকে ৫ কোটি টাকা আমানতকারী গ্রাহক গত জুনে ছিল ৮৫ হাজার ৮৪১ জনে। গত সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৫০৩ জনে। ৫ কোটির বেশি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত আমানতকারী জুনে ছিল ১১ হাজার ৮৬৫ জন। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৪৪ জনে। তবে ১০ কোটি টাকার বেশি থেকে ১৫ কোটি টাকার আমানতকারীর সংখ্যা ব্যাংকে সামান্য বেড়েছে। গত জুনে ওই পরিমাণ আমানত রেখেছেন এমন গ্রাহক ছিল ৩ হাজার ৭৬৩ জন। গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮০৬ জনে। প্রতিবেদনে দেখা যায়, ১৫ কোটি টাকার বেশি থেকে ২০ কোটি টাকা জমা আছে এমন আমানতকারীর সংখ্যা কমেছে। গত জুনে ছিল ১ হাজার ৭১৯ জন। গত সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭০০ জনে। এ হিসাবধারী ১৯ জন কমেছে। ২০ কোটি টাকার বেশি থেকে ২৫ কোটি টাকার আমানতকারীর সংখ্যাও কমেছে। এ হিসাবধারীর সংখ্যা গত জুনে ছিল ১ হাজার ১৫১ জন। গত সেপ্টেম্বরে তা কমে হয়েছে ১ হাজার ১৪৭ জন। এ খাতে কমেছে ৪ জন। ২৫ কোটি টাকার বেশি থেকে ৩০ কোটি টাকার আমানতকারীর সংখ্যা জুনে ছিল ৮৮৩ জন, সেপ্টেম্বরে তা কমে হয়েছে ৮৬০ জন। ৩০ কোটি টাকার বেশি থেকে ৩৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা জুনে ছিল ৫০২ জন, সেপ্টেম্বরে তা কমে হয়েছে ৪৫৮ জন। তবে ৩৫ কোটি টাকার বেশি থেকে ৪০ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা বেড়েছে। গত জুনে ছিল ৩০৭ জন, সেপ্টেম্বরে বেড়ে হয়েছে ৩১৯ জন। বেড়েছে ১২ জন। এরপরের দুই ধাপেই আমানতকারীর সংখ্যা কমেছে। ৪০ কোটি টাকার বেশি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা গত জুনে ছিল ৬২১ জন, সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৫২৩ জনে। ৫০ কোটি টাকার বেশি আমানতকারীর সংখ্যা জুনে ছিল ১ হাজার ৮০৫ জন, সেপ্টেম্বরে তা কমে হয়েছে ১ হাজার ৬৬০ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন কমেছে | কোটিপতি | আমানতকারীর | সংখ্যা