আর্কাইভ থেকে ফুটবল

নতুন সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানাল বাফুফে!

নতুন সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানাল বাফুফে!
কাতার বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের ফুটবল সমর্থকদের খবর পৌঁছে যায় আর্জেন্টিনায়। তারপর থেকে শুরু বন্ধুত্ব। এরপর বাফুফে দিল খুশির সংবাদ জুনে আর্জেন্টিনা আসবে বাংলাদেশ। আর এজন্য আজ বুধবার ডাকাও হয়েছিল একটি সংবাদ সম্মেলন। কিন্তু হুট করে সংবাদ সম্মেলনের কয়েকঘন্টা আগে তা স্থগিত ঘোষণা করে বাফুফে। সবার মনে কৌতূহল হঠাৎ কি হলো যে সংবাদ সম্মেলন স্থগিত। এরপর আরও একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বফুফে। যেখানে জানানো হয় আর্জেন্টিনার বাংলাদেশ সফর বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যাবতীয় কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান রয়েছে। এ বিষয়ের অগ্রগতি যথাসময়ে জানানো হবে।   আরও পড়ুনঃ হ্যাট্রিক জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ   বিজ্ঞপ্তিতে বাফুফের লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন হতে বর্ণিত বিষয়ে (আর্জেন্টিনার বাংলাদেশে আগমন) সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অবহিত করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, বর্ণিত বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য।’ এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাফুফে এক সংবাদ সম্মেলনের আহ্বান করে। পরে আজ বুধবার সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা আগে স্থগিত করে। এরপর দুঃখ প্রকাশ করে বাফুফে জানায়, ‘আজ ১৮ জানুয়ারি বুধবার দুপুর আড়াইটায় বাফুফের পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণে অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’   আরও পড়ুনঃ রোনালদোদের বিপক্ষে খেলতে দোহায় মেসি-নেইমার-এমবাপ্পেরা

এ সম্পর্কিত আরও পড়ুন নতুন | সংবাদ | বিজ্ঞপ্তিতে | জানাল | বাফুফে