আর্কাইভ থেকে ফুটবল

আবারও ইতালীয় সুপার কাপের শিরোপা মার্টিনেজদের হাতে

আবারও ইতালীয় সুপার কাপের শিরোপা মার্টিনেজদের হাতে
গত মৌসুমে জুভেন্টাসকে হারিয়ে ইতালীয় সুপার কাপ জিতেছিল ইন্টার মিলান। এবার নগর প্রতিদ্বন্দ্বি এসি মিলানকে হারিয়ে ইতালীয় সুপার কাপের শিরোপা অক্ষুন্ন রেখেলো তারা।   বুধবার (১৮ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে এসি মিলানকে ৩-০ গোলে পরাজিত করে ইন্টার মিলান।   ম্যাচে শুরুর মাত্র ১০ মিনিটে মাথায় জেকোর সাহায্যে গোল করে ইন্টারকে এগিয়ে দেন ফেদেরিকো ডিমার্কো। ২১ মিনিটে জেকো নিজেই গোল করে  দ্বিগুন করেন ব্যবধান। ম্যাচের ৭৭তম মিনিটে ইন্টারের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। এর মাধ্যমে ইতালীর চলতি মৌসুমের প্রথম শিরোপাটি নিজেদের করেন নিল ইন্টার মিলান।   মৌসুম শুরুর অধারাবাহিকতা পেছনে ফেলে আগেই ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মিলান। এবারের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার সঙ্গে একই পড়েছিল তারা। এমন ‘ডেথ গ্রুপ’ বার্সেলোনাকে বিদায় করে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে তারা। আরও পড়ুনঃ সাকিব ইফতেকারে বিধ্বস্ত রংপুর ফেব্রুয়ারিতে শেষ ষোলোয় পর্তুগিজ ক্লাব পোর্তোর মুখোমুখি হবে ইন্টার।   আর নিজেদের লীগে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে দলটি।ইন্টারের থেকে ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে নাপোলি। আরও পড়ুনঃ কোথায় কখন কিভাবে দেখবেন মেসি-রোনালদো দ্বৈরথ

এ সম্পর্কিত আরও পড়ুন আবারও | ইতালীয় | সুপার | কাপের | শিরোপা | মার্টিনেজদের | হাতে