আর্কাইভ থেকে শিক্ষা

দক্ষ জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী

দক্ষ জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী
উন্নত বাংলাদেশ গড়তে মানসম্মত গবেষণা করা দরকার। এমন গবেষণা করতে হবে যেন মানুষ ও সমাজের কাজে লাগে। গবেষণা থেকে সেটিকে বাণিজ্যিকীকরণের ক্ষেত্রেও অবদান রাখলে সেটা কাজে লাগবে। সেজন্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কাজ করতে হবে। বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে শ্রমবাজার অনুযায়ী দক্ষ জনবল তৈরি করা দরকার। সেজন্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কাজ করতে হবে। দীপু মনি বলেন, দক্ষ জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে যুগের সাথে তাল মেলাতে হবে। কর্মজীবনের জন্য দক্ষ ও যোগ্য করে শিক্ষার্থীদের চাকরির বাজারে উপস্থাপন করতে হবে। একজন শিক্ষার্থীকে যোগাযোগেও দক্ষ করে তুলতে হবে। শিক্ষামন্ত্রী জানান, টেলিভিশন চ্যানেলের টকশোগুলো সবসময় সমস্যার কথা বলে। কিন্ত সেখানে মানসম্মত সমাধানের কথা বলা হয় না।

এ সম্পর্কিত আরও পড়ুন দক্ষ | জনবল | তৈরিতে | বিশ্ববিদ্যালয়গুলোকে | আরও | কাজ | করতে | হবে | শিক্ষামন্ত্রী