আর্কাইভ থেকে জাতীয়

বইমেলার নিয়ম মেনে আসতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বইমেলার নিয়ম মেনে আসতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
এখন মুক্তচিন্তা বলতে যদি জাতির পিতাকে কটাক্ষ করে কোনো বই লেখা হয়, তাহলে সেটাতো মুক্ত চিন্তা হতে পারে না। গতবছর আদর্শের বইতে আপত্তিকর কিছু বিষয় ছিল। সেসব বিষয়ে তাদের আপত্তি জানানো হয়েছে। সব প্রতিষ্ঠানকে বইমেলার নিয়ম মেনে আসতে হবে। বইমেলার নিয়মনীতির বাইরে আমরা যেতে পারবো না। তারা যদি নিয়মনীতির মধ্যে আসে তাহলে তাদের ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত সেটি তাদের জানানো হবে। বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শনিবার (২১ জানুয়ারি) সকালে বইমেলার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, সংস্কার এটা সময়ের ব্যাপার। তাৎক্ষণিক চাইলে তো আর হবে না। কে এম খালিদ বলেন, প্রধানমন্ত্রী এবার সশরীরে উপস্থিত হয়ে বইমেলার উদ্বোধন করবেন। এখন পর্যন্ত এমন সিদ্ধান্তই রয়েছে। ১ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে মেলায় যাবেন তিনি। সেদিন উদ্বোধন ও পরিদর্শনের পর বইমেলা সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাজধানীর বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হচ্ছে বইমেলা। এখন চলছে মেলায় স্টল নির্মাণের কাজ। এবারের বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৪৭২টি প্রতিষ্ঠান ও ৭১০টি ইউনিট এবং বাংলা একাডেমিতে ১০৩টি প্রতিষ্ঠান ও ১৪৭টি ইউনিট অংশ নিচ্ছে। এছাড়া প্যাভিলিয়ন রয়েছে ৩৪টি। তিনি আরও বলেন,  বইমেলার একটি নীতিমালা রয়েছে। এখানে যারা অংশ নেবেন, তাদের সবাইকে সে নীতিমালা মেনেই অংশ নিতে হবে। এ ছাড়া একটি মনিটরিং কমিটি করা হয়েছে। এর মাধ্যমে যেসব প্রতিষ্ঠান এ নীতিমালার বাইরে যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বইমেলায় সাত সদস্যের এ টাস্কফোর্সের একটি কমিটি থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন বইমেলার | নিয়ম | মেনে | আসতে | হবে | সংস্কৃতি | প্রতিমন্ত্রী