আর্কাইভ থেকে দেশজুড়ে

রায়পুরায় কিশোরী হত্যায় ৪১ জনকে আসামি করে মামলা

রায়পুরায় কিশোরী হত্যায় ৪১ জনকে আসামি করে মামলা

নরসিংদীর রায়পুরায় কিশোরী হত্যা মামলায় ৪১ জনকে আসামি করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে নিহতের বাবা নান্নু মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে জানিয়েছেন রায়পুরা থানার এসআই দেব দুলাল দে।

গত ২৭ জুন দিবাগত রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাংচূরের ঘটনায় আফসানা আক্তার (১৮) নামে ওই কিশোরী নিহত হন । 

স্খানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা পাড়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলমের সঙ্গে সাবেক ইউপি সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের দীর্ঘদিনের বিবাদ ছিল। গত মাসের মাঝামাঝি সময়ে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের টানা ৪ দিনের টেটাযুদ্ধে ৩ জন নিহত হন। গত এক মাস পরিবেশ শান্ত থাকলেও রোববার সকাল থেকে দুই পক্ষ্ই উত্তেজিত হয়ে রাতে একে অপরের প্রায় ১৫ টি বাড়িতে অগ্নিসংযোগ করেন। এসময় মাথায় আঘাত পায় আফসানা নামের ওই কিশোরী। পরে সোমবার সকালে নিহত অবস্থায় বাড়ির পাশে তাকে পড়ে থাকতে দেখা যায়।

নিহতের পরিবারের দেয়া তথ্য মতে, সাবেক ইউপি সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের নেতৃত্বে ঐ হামলা হয় ।

রায়পুরা থানার এস আই দেব দুলাল দে বলেন,  গতরাতে মামলা হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হননি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন রায়পুরায় | কিশোরী | হত্যায় | ৪১ | জনকে | আসামি | করে | মামলা