আর্কাইভ থেকে আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে পার্কে বন্দুকহামলা, নিহত ৯

লস অ্যাঞ্জেলেসে পার্কে বন্দুকহামলা, নিহত ৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত মন্টেরি পার্কে বন্দুকহামলার ঘটনা ঘটেছে। এ গুলিবর্ষণের ঘটনায় নয় ব্যক্তি নিহত হয়েছে বলছে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে মার্কিন মিডিয়ার খবরে বলা হচ্ছে। গেলো শনিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১০টার পর লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ১৩ কিমি দূরে মন্টেরি পার্কে এই ঘটনা ঘটে। এর আগে হাজার হাজার মানুষ নববর্ষ উৎসবের জন্য ঐ শহরে জড়ো হয়েছিলেন। লস এঞ্জেলস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানাচ্ছে, হামলাকারী একজন পুরুষ। তবে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে কিনা, সে সম্পর্কে পুলিশ কোন মন্তব্য করেনি। একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকাকে বলেছেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে এসে তাকে দরজা লক করতে বলে কারণ ওই এলাকায় মেশিনগান হাতে একজন লোককে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলিতে এলাকায় বিশাল পুলিশ উপস্থিতি দেখা গেছে। উল্লেখ্য, চীনা লুনার নিউ ইয়ার উৎসব পুরো সপ্তাহান্ত জুড়ে চলে, যেখানে এর আগে এক লক্ষেরও বেশি দর্শক জড়ো হয়েছিলেন। মন্টেরি পার্কের জনসংখ্যা প্রায় ৬০ হাজার এবং এদের একটি বিশাল এশীয় বংশোদ্ভূত।

এ সম্পর্কিত আরও পড়ুন লস | অ্যাঞ্জেলেসে | পার্কে | বন্দুকহামলা | নিহত | ৯