আর্কাইভ থেকে দেশজুড়ে

কুড়িগ্রামে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে প্রশাসনসহ আইন-শৃংখলা বাহিনী

কুড়িগ্রামে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে প্রশাসনসহ আইন-শৃংখলা বাহিনী

কুড়িগ্রামে ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনকে সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরের পর থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে জেলায় বেশি করোনা সংক্রমনের এলাকা কুড়িগ্রাম পৌর শহরের বিভিন্ন অলিগলি ও কাঁচা বাজারে টহল অব্যাহত রেখেছেন।

করোনা সংক্রমণ রোধে ৭ দিন মাঠে থাকবে ২ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন সেনাবাহিনীর সদস্যসহ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

এসময় রাস্তাঘাট ফাঁকা থাকলেও অনেককেই দোকানপাট ও হোটেল খোলা রাখতে দেখা যায়। তাদেরকে সতর্ক করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনে সবাইকে মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহবান জানান।

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ শত ৩ জন। মোট করোনায় মৃত্যুবরণ করেছেন ২৯ জন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন কুড়িগ্রামে | লকডাউন | বাস্তবায়নে | মাঠে | নেমেছে | প্রশাসনসহ | আইনশৃংখলা | বাহিনী