আর্কাইভ থেকে বলিউড

ইনস্টাগ্রামে প্রতি পোস্ট থেকে কত আয় হয় প্রিয়াঙ্কার?

ইনস্টাগ্রামে প্রতি পোস্ট থেকে কত আয় হয় প্রিয়াঙ্কার?

এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হলো ইনস্টাগ্রাম। তারকারাও এখন ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামে বেশি সক্রিয়। ছবি ও ভিডিও শেয়ারিং নেটওয়ার্ক ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার পদচারণা আগে থেকেই। বলিউড তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রিয়াঙ্কা। 

সাবেক এই বিশ্ব সুন্দরীকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়ে ৬ কোটি মানুষ ফলো করে। প্রিয়াঙ্কা সেলিব্রেটি তকমা কাজে লাগিয়ে ইনস্টা থেকে ঠিকই আয় করে নিচ্ছেন। একটি পোস্টের জন্য কত নেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া? এটি জানার আগ্রহ অনেকেরই। 

প্রিয়াঙ্কার নিজে তা কখনো না জানালেও সম্প্রতি এ বিষয়ে ধারণা পাওয়া গেছে। এক টুইটে বিষয়টি খোলাসা করেছেন চলচ্চিত্র প্রযোজক ও ট্রেড অ্যানালিস্ট রিগীশ জোহর।

রিগীশ তার টুইটে উল্লেখ করেন, ইনস্টায় প্রতিটি প্রমোশনাল পোস্টের জন্য প্রিয়াঙ্কা নেন অনন্ত ৩ কোটি রুপি। ইনস্টায় প্রিয়াঙ্কার ফলোয়ারও অনেক। ৬ কোটি ৫০ লাখ ভক্ত তাকে ফলো করেন। 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, দক্ষ অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন সফল প্রযোজকও প্রিয়াঙ্কা। তার প্রযোজিত 'দ্য হোয়াইট টাইগার'-এর কথা সবার জানা। চলতি বছর অস্কার নমিনেশনের চূড়ান্ত তালিকায় সেরা সংগৃহীত চিত্রনাট্য বিভাগে মনোনীত ছিল পরিচালক রামিন বাহারানির এই ছবি! প্রায় ৮ বছর আগে প্রযোজক হন এই অভিনেত্রী। খোলেন প্রযোজনা সংস্থা 'পার্পল পেবেল পিকচার্স'। গত ৮ বছরে প্রায় ১২টি সিনেমা তৈরি হয়েছে এই অফিস থেকে।

টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, মায়ের সঙ্গে তার আয়ের অঙ্ক নিয়ে একবার গভীর আলোচনা হয়। তখন মা তাকে বলেন যে, বয়স বাড়ছে তার। তাই তখন থেকে অভিনয় ছাড়াও অন্য উপায়ে উপার্জনের ব্যবস্থা করেন প্রিয়াঙ্কা। 

ইনস্টায় সেরা আয়ের ৩০-এর তালিকায় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির নাম রয়েছে একমাত্র। গত বছর বিরাট ২৩ নম্বরে ছিল এই তালিকায়। কিন্তু এবছর প্রিয়াঙ্কার স্থান দখল করে ১৯ নম্বরে উঠে এসেছেন তিনি। ১২৫ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে প্রত্যেক পোস্টের জন্য ৫ কোটি টাকা করে চার্জ করেন বিরাট।

লিস্টের প্রথমে রয়েছে ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম। আরো একবার তিনি সেরা। ২৯৫ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে প্রত্যেক প্রমোশনাল পোস্টের জন্য় ১১ কোটি টাকা করে চার্জ করেন ক্রিস্টিয়ানো। এছাড়া লিস্টে রয়েছে ডোয়েন জনসন, আরিয়ানা গ্র্যান্দে, কাইলি জেনার এবং টেইলর সুইফটের মতো তারকারা। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ইনস্টাগ্রামে | প্রতি | পোস্ট | কত | আয় | হয় | প্রিয়াঙ্কার