আর্কাইভ থেকে দেশজুড়ে

আজও ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'

আজও ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'
বিশ্বে দূষিত শহরের তালিকায় আজও রাজধানী ঢাকার নাম আছে। সম্প্রতি প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকা। আজ বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশের রাজধানী। রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টা ৫৬ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২১৭। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া একই সময়ে একিউআই স্কোর ২৫১ নিয়ে শীর্ষে ভারতের দিল্লি। স্কোর ২০২ এবং ১৯৬ নিয়ে যথাক্রমে রয়েছে পাকিস্তানের লাহর ও করাচি। তথ্যমতে, বায়ু পরিমাপের এ সূচকে স্কোর ১০১-২০০ এর মধ্যে থাকলে অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। আর স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ভালো বলে ধরে হয়। ৫১-১০০ মোটামুটি, ১০১-১৫০ পর্যন্ত সতর্কতামূলক ও ২০১-৩০০ এর মধ্যে থাকলে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০১ এর বেশি স্কোরকে বলা হয় বিপজ্জনক।

এ সম্পর্কিত আরও পড়ুন আজও | ঢাকার | বাতাস | খুব | অস্বাস্থ্যকর