আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে (বর্তমান হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আওয়ামী লীগের জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরইমধ্যে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার পর শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে জনসভাস্থল। নেতাকর্মীদের ঢল নেমেছে মাদরাসা মাঠে। রাজশাহীতে আজ ১ হাজার ৩১৬ কোটি ৯৭ টাকার ২৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি আনুমানিক ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। জনসভাকে কেন্দ্র করে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে আজকের এই জনসভা। সকাল ৯টার দিকে জনসভাস্থল (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) সবার জন্য উন্মুক্ত করে দেয়া হলেও ভোর থেকেই জনসভা এলাকায় আসতে শুরু করেন নেতাকর্মীরা। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। এসময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর হয়ে উঠে রাজশাহী নগরী।      

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহীর | জনসভায় | প্রধানমন্ত্রী