আর্কাইভ থেকে ফুটবল

আর্জেন্টিনার ব্যর্থতা পদত্যাগ করলেন মাশ্চেরানো

আর্জেন্টিনার ব্যর্থতা পদত্যাগ করলেন মাশ্চেরানো
অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকে লজ্জাজনক ভাবে বিদায় নিয়েছে আর্জেন্টিনার। ব্রাজিলের বিপক্ষে হারের পাশপাশি প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষেও পরাজয় বরণ করে দলটি। শুধু পেরুর বিপক্ষে জিতেছে আলবিসেলেস্তারা। দলের এমন ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ কিংবদন্তি আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাশ্চেরানো। সাবেক বার্সেলোনার হয়ে খেলা এই কিংবদন্তি জানিয়েছেন, প্রতিভাবান তরুণদের উৎসাহ দিয়ে এগিয়ে নিতে না পারিনি, এই দায় আমার উপরে। তিনি বলেছেন, ‘অতিরিক্ত কিছু বলার নেই। আমিই কেবল ব্যর্থ হয়েছি। এটি একটি অসাধারণ প্রতিভাবান দল ছিল। আমি তাদের আত্মবিশ্বাস দিতে পারিনি, তাদের মানসিকভাবে সতেজ রাখতে পারিনি। মনে হয় না, আমি এই দায়িত্ব চালিয়ে যাব।‘ ২০২২ সালের জানুয়ারিতে মেসির উত্তরসূরিদের দায়িত্ব নেন মাশ্চেরানো। তার হাত ধরে চারটি টুর্নামেন্টে খেলেছে দলটি। এরমধ্যে দুটিতে শিরোপাও জিতে প্রশংসা কুড়িয়েছেন বেশ। কিন্তু এক ব্যর্থতায় দায়িত্ব থেকে সরে যাচ্ছেন তিনি ।  

এ সম্পর্কিত আরও পড়ুন আর্জেন্টিনার | ব্যর্থতা | পদত্যাগ | মাশ্চেরানো