আর্কাইভ থেকে লাইফস্টাইল

মোজার দুর্গন্ধ? দূর করবেন যে উপায়ে…

মোজার দুর্গন্ধ? দূর করবেন যে উপায়ে…
শীতের দিনে ঠান্ডায় কাবু হওয়া থেকে মুক্তি পেতে মোজা পরেন অনেকেই। তবে অফিস-আদালতের জন্যে মোজা প্রায় সকলকেই কম বেশি পরতে হয়। এছাড়া শীতকালে পা ফাটার সমস্যার হাত থেকে বাঁচতে সবসময় মোজা পরে থাকতে পছন্দ করেন অনেকেই। মোজা পরার কারণে অনেকের পায়ে তীব্র দুর্গন্ধ তৈরি হয়। ফলে মোজা থেকে দুর্গন্ধে বিপাকে পড়ে যান তারা। চিকিৎসকদের ভাষায়, একে ব্রোমোডোসিস বলে। পায়ে থাকা ঘামের সঙ্গে মোজার ব্যাক্টেরিয়া মিশে গিয়েই তৈরি হয় এমন বিদঘুটে গন্ধের সৃষ্টি হয়।

মোজা
মোজা

মোজার দুর্গন্ধ দূর করতে জেনে নেই কিছু ঘরোয়া উপায়-

পায়ের চামড়ার যত্ন ও ঘামের গন্ধ থেকে বাঁচতে সুতির মোজা ব্যবহার করতে পারেন। খাদ্যতালিকাতে মশলাদার খাবার বিপাকক্রিয়াকে প্রভাবিত করে। তাই বদহজম বা অম্লতা ঘন ঘন হলে ঘামের গন্ধ বিশ্রী হয়। চা-কফির নেশা থাকলে এড়িয়ে চলুন। তাতে পরোক্ষভাবে স্নায়ু উত্তেজিত হয় পড়ে। মাঝেমাঝেই জুতো রোদে দিন। জুতোর ভিতরে আলো-বাতাস পৌঁছলে ছত্রাক, ক্ষতিকারক ব্যাক্টেরিয়ার প্রকোপ কমে যাবে।
মোজা
মোজা
মোজা পরার আগে হালকা গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। পানিতে মিশ্রিত লবণ ছত্রাক রোধ সাহায্য করে ফলে পা ঘামার সমস্যাকে কমে যায় অনেকটাই।

এ সম্পর্কিত আরও পড়ুন মোজার | দুর্গন্ধ | দূর | করবেন | উপায়ে