দেশের জনগণ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় রাজধানীর গাবতলীতে আয়োজিত ঢাকা উত্তর বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের জনগণের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি করে এই সরকারের বিদায়ের আন্দোলনে আমরা অগ্রসর হব। অতি দ্রুত আমরা এই সরকারকে বিদায় দিতে সমর্থ হব।
তিনি বলেন, মামলা-নির্যাতন করে মনে করেছিলেন- বিএনপিকে আপনারা ঘরে বসিয়ে দেবেন। বিএনপি এবং দেশের জনগণ প্রমাণ করেছে তারা বসে যায়নি, বরঞ্চ আপনাদের বিদায় করার জন্য রাস্তায় নেমেছে। তারা (আওয়ামী লীগ) এ দেশের কোনো মেরামত করতে পারবে না। তাদের বিদায় যত দ্রুত সম্ভব হবে এ দেশের জনগণের এবং এ দেশের মানুষের জন্য ততই মঙ্গল।
খন্দকার মোশাররফি আরো বলেন, যারা গণতন্ত্র হত্যাকারী, যারা ভোটাধিকার হরণকারী, চোর- তাদের কেউ আর ভোট দিতে চায় না। সে জন্যই আজকে আওয়ামী লীগের ভয়। এই আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থেকে আমাদের অর্থনীতিকে তছনছ করে দিয়েছে। কেন এটা আপনারা সকলেই জানেন- তাদের দুর্নীতি, মেগা প্রজেক্টের নামে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দেশের টাকা বিদেশে পাচার।
গাবতলী থেকে মাজার রোড হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ হয়।
এছাড়াও আগামীকাল বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। প্রতিবারের মতো এই পদযাত্রাও বেলা ২টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।