আর্কাইভ থেকে ফুটবল

পিএসজির নজর এখন মেসির দিকে

পিএসজির নজর এখন মেসির দিকে

রিয়াল মাদ্রিদের মতো গ্যালাক্টিকো গড়তে চায় পিএসজি। সময়ের সেরা দল গড়তে ইতোমধ্যে সার্জিও রামোস, জর্জিনিও ভাইনালদাম, আশরাফ হাকিম, জিয়ানলুইজি দোনারুমাদের দলে ভিড়িয়েছে। এবার লক্ষ্য লিওনেল মেসি। লা লিগার আর্থিক নিয়মের কারণে মেসির সাথে নতুন চুক্তিতে যেতে পারছে না বার্সেলোনা। এ সুযোগটি নিতে চায় পিএসজি।
 
২০০৪ সালের রিয়াল মাদ্রিদ স্কোয়াড মনে আছে? ইকার ক্যাসিয়াস, জিনেদিন জিদান, রোনালেদো, ডেভিড বেকহ্যাম, রাউল গঞ্জালেস, রবার্তো কার্লোস, লুইস ফিগোদের নিয়ে এক অকল্পনীয় দল গড়েছিলো স্প্যানিশ জায়ান্ট। সেই দলটাকে বলা হতো গ্যালাক্টিকো। 

এবার কি সে পথেই হাঁটছে ফরাসী ক্লাব পারি সাঁ জার্মেই? নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া, ভেরাত্তিরা তো আগে থেকেই আছে, নতুন মৌসুমের জন্য ইতোমধ্যে প্যারিসে যোগ দিয়েছেন আরও অনেক বড় নাম। ইউরোর সেরা ফুটবলার ইতালিয়ান গোলরক্ষক দোনারুমাও ফ্রান্স ক্যাপিটালের পথে। নজর এখন দুই বিশ্বসেরা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর ওপর। 

মাওরিসিও পচেত্তিনো সময়ের সেরা স্কোয়াড গড়তে চান। আর কোচের ইচ্ছাপূরণে অঢেল অর্থ খরচ করতেও রাজি ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি। লিওনেল মেসির প্রতিই সবচেয়ে বেশি আগ্রহ পিএসজির। আর তা আরও উসকে দিয়েছে লা লিগার আর্থিক নিয়ম। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মেসিকে ধরে রাখতে নতুন করে চুক্তিতে যেতে হবে বার্সেলোনাকে। তবে ক্লাবটির আর্থিক দৈন্যতা বিবেচনায় কমপক্ষে ২০০ মিলিয়ন ইউরো খরচ কমাতে হবে বার্সাকে। আর সে সুযোগটি নিতে চায় পিএসজি। 

ইউরোর পর বেশ জমে ওঠেছে ইউরোপিয়ান দলবদল। ম্যানচেস্টার ইউনাইটেড বহুল প্রত্যাশিত জ্যাডন সাঞ্চোকে অবশেষে দলে ভেড়াচ্ছে। ৭৩ মিলিয়ন পাউন্ডে এ ইংলিশ মিডফিল্ডারকে ছাড়তে রাজি বরুশিয়া ডর্টমুন্ড। ওল্ড ট্র্যাফোর্ডে মেডিক্যালও সম্পন্ন হয়েছে এই ফুটবলারের। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন পিএসজির | নজর | এখন | মেসির | দিকে