আর্কাইভ থেকে দেশজুড়ে

জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে নিহত

জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে নিহত
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- আবুল খায়ের (৬০) তার ছেলে ফরহাদ হোসেন (২০)। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের চুরখাই এলাকায় এ ঘটনায় ঘটে। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের স্বজনরা জানান, সদরের চুরখাই এলাকায় বাড়ির পাশের জমি বিক্রি করেছিলেন আবুল খায়ের। বুধবার বিকেলে সেই জমির মাপ চলছিল। এরই মধ্যে আবুল খায়ের ও তার চাচাতো ভাই কামাল হোসেনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় কামালের লোকজনের হামলায় আবুল খায়ের (৬০) তার ছেলে ফরহাদ হোসেন (২০), রিফাত হোসেন (২৪), আবুল কাশেমের ছেলে আবু সাঈদ (২২), আবদুল খালেকের ছেলে আবুল হাসেম (৪৭) আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেনকে (২০) মৃত ঘোষণা করেন। ওসি শাহ কামাল আকন্দ বলেন, দুই পক্ষের মধ্যে জমি মাপা সময় বিরোধ সৃষ্টি হয়। একটি পক্ষ হামলা চালালে বাবা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন জমি | বিরোধে | প্রতিপক্ষের | হামলায় | বাবাছেলে | নিহত