আর্কাইভ থেকে ক্যাম্পাস

ইবির পরিবহনে শিক্ষার্থী নামিয়ে বাইরের যাত্রী তোলার অভিযোগ

ইবির পরিবহনে শিক্ষার্থী নামিয়ে বাইরের যাত্রী তোলার অভিযোগ
ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) ঝিনাইদহগামী ভাড়া করা একটি বাসে শিক্ষার্থী নামিয়ে বাইরের যাত্রী তোলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ক্যাম্পাস থেকে বাস ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত বাসের নাম সানজানি (যশোর ব-৬১০)। ভূক্তভোগী সূত্রে জানা গেছে, সকাল ৯টায় ক্যাম্পাস থেকে ঝিনাইদহ যাওয়ার উদ্দ্যেশ্যে ডায়না চত্ত্বর থেকে তিন জন শিক্ষার্থী ওই বাসটিতে উঠেন। পরে প্রধান ফটকের কাছাকাছি গিয়ে বাসটি আর যাবে না বলে তাদের নেমে পরের বাসে যেতে বলেন। শিক্ষার্থীরা সেখান থেকে নেমে যাওয়ার পর সেই বাস সবার শেষে বের হয়। পরে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে গিয়ে বাইরের যাত্রী তোলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ওই বাসটিতে উঠার পর আমাদের মেইন গেটের সামনে নামিয়ে দিয়ে অন্য বাসে যেতে বলে। না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে চালক আমার উপর ক্ষিপ্ত হয়ে বলেন ‘নামেন তো! আমি যাবো না।’ পরে বাধ্য হয়েই অন্য বাসে যেতে হয়েছে। শেখপাড়া পর্যন্ত যেতেই দেখি ওই বাস সেখানে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। পরিবহন দফতরের কর্মচারী শাহিনুর রহমান বলেন, যাত্রী অনেকেই তো এভাবে উঠায়। শিক্ষার্থীদের নামিয়ে বাইরের লোক তোলা ঠিক হয়নি। আমি ওকে (চালক) বলে দিবো এরকম যেন আর না করে। পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে আমি ব্যবস্থা নেব। খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যলয়ের ভাড়া করা বাসগুলো নিয়ে অভিযোগ অনেক পুরোনো। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বাস অধিকাংশ ফিটনেসবিহীন। এগুলো প্রায়ই দূর্ঘটনার কবলে পড়ে। ছোট-বড় দূর্ঘটনা লেগেই থাকে। রাস্তার মাঝেও অনেকসময় গাড়ি বিকল হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়া করা বাসগুলোতে অধিকাংশ সময় বাইরের যাত্রী তোলা হয়। অনেকসময় শিক্ষার্থীদের থেকেও ভাড়া চায় হেলপাররা। এতে চরম অস্বস্থিতে পড়ে শিক্ষার্থীরা। এটি বিশ্ববিদ্যালয়ের সকল বাসের নিত্যদিনের ঘটনা। এছাড়া ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের অন্য বাসে উঠতে বলে গাড়ি ফাঁকা যায় বলেও অভিযোগ রয়েছে। এসব বাস যাওয়ার পথে বাইরের যাত্রী তোলেন বলে জানা গেছে। এসব নিয়ে অভিযোগ করলেও কার্যত পদক্ষেপ নেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইবির | পরিবহনে | শিক্ষার্থী | নামিয়ে | বাইরের | যাত্রী | তোলার | অভিযোগ