আর্কাইভ থেকে ফুটবল

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিলামে রোনালদোর স্বাক্ষরিত জার্সি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিলামে রোনালদোর স্বাক্ষরিত জার্সি
সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় আট হাজার মানুষের নিহতের সংবাদ পাওয়া গেছে। আহত হয়েছে আরও অসংখ্য মানুষ। মারাত্মক মানবিক বিপর্যয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। দেশটির এমন পরিস্থিতিতে বিশ্বের তারকা কোনও ক্রীড়াবিদ সরাসরি এগিয়ে না এলেও পর্তুগিজ ফুটবলার রোনালদোর ভ্ক্ত হিসেবে খ্যাত মেরি ডেমিরাল এগিয়ে এলেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায়। তুরস্ক জাতীয় দলের ফুটবলার ডেমিরাল, যিনি জুভেন্টাসে থাকাকালে ছিলেন রোনালদোর ক্লাব সতীর্থ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় রোনালদোর অটোগ্রাফ দেয়া একটি জার্সি নিলামে তুলেছেন। জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম তথ্য মতে,  তিনি রোনালদোর অটোগ্রাফ সম্বলিত জুভেন্টাসের জার্সিটি নিলামে তুলতে রোনালদোর সঙ্গে অনুমতির জন্য যোগাযোগ করেছেন। পরে ডেমিরাল এক টুইট বার্তায় জানান, রোনালদোর সঙ্গে আমি এইমাত্র কথা বলেছি। তুর্কিতে ঘটে যাওয়া ঘটনার জন্য তিনি খুবই দুঃখপ্রকাশ করেন। সেই সঙ্গে আমার ইচ্ছায় সম্মতি দিয়েছেন। তার সম্মতি পেয়ে অটোগ্রাফ দেয়া জার্সিটি নিলামে তোলা হয়েছে। নিলাম থেকে প্রাপ্ত সকল অর্থ ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবহার করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ভূমিকম্পে | ক্ষতিগ্রস্তদের | সহায়তায় | নিলামে | রোনালদোর | স্বাক্ষরিত | জার্সি