আর্কাইভ থেকে জাতীয়

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব সবার : যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব সবার : যুক্তরাষ্ট্র
একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব ভোটার থেকে শুরু করে রাজনৈতিক দল, যুবসমাজ ও পুলিশসহ বাংলাদেশের সবার। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টারে সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি এমন মন্তব্য করেন। রাজনৈতিক সহিংস পরিবেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে না—এমন মন্তব্য করে বাইডেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা বলেন, সবার অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশকে আমরা সমর্থন করি, যে বাংলাদেশ নিয়ে সবাই গর্ব করতে পারে। শক্তিশালী গণতন্ত্রের ভিত্তির ওপরই একটি দেশ সমৃদ্ধ হয়, যেখানে সব জনগণ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে, আইনের শাসন থাকবে। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এর সরাসরি উত্তর না দিয়ে বলেন, আমি ভারতের ব্যাপারে কোনো কথা বলতে পারি না। আমি কেবল যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জলবায়ু উন্নয়ন, অর্থনীতি, মানবিক কার্যক্রমে সহায়তা, নিরাপত্তা—এসব ইস্যুতে অংশীদার হিসেবে সহযোগিতার ওপর জোর দেয়া হচ্ছে। একই সঙ্গে এগুলোর ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলোও রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশে | সুষ্ঠু | নির্বাচন | আয়োজনের | দায়িত্ব | সবার | | যুক্তরাষ্ট্র