আর্কাইভ থেকে ক্রিকেট

শততম টি-টোয়েন্টিতে জয় পেতে টাইগারদের দরকার ১৫৩ রান

শততম টি-টোয়েন্টিতে জয় পেতে টাইগারদের দরকার ১৫৩ রান

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান তোলে স্বাগতিকরা। ফলে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৫৩ রান।
 
জিম্বাবুয়ের শুরুটা ‍বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল বাংলাদেশি বোলারদের। ১০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৯১ রান। তবে পরবর্তী ১০ ওভার ছিল বাংলাদেশের বোলারদের দখলে।

ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে আগ্রাসী ভঙ্গিতেই ইনিংস শুরু করে। মোস্তাফিজের বলে, সাইফুদ্দিনের ক্যাচে তাদিওয়ানাশে মারুমানি যখন আউট হন তখন জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ ১০। দ্বিতীয় উইকেটে ওয়েসলে মাদভেরে নামলে তাকে সঙ্গী করে ৬৪ রানের আক্রমণাত্মক জুটি গড়েন রেগিস চাকাভা। সাকিবের বলে ও ক্যাচে ২৩ রান করে ফেরেন মাদভেরে।

শরিফুল ইসলামের করা ওভারে ২২ বলে ৪৫ করে রানআউট হন দারুণ খেলতে থাকা চাকাভা। একই ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরেন অধিনায়ক সিকান্দার রাজা (০)।

এরপর সৌম্য সরকার এলবিডব্লিউ করেন তারিসাই মুসাকান্দাকে (৬)। আগ্রাসী ইনিংসের ইঙ্গিত দিয়ে শুরু করেছিলেন অভিষিক্ত ডিয়ন মায়ার্স। ২১ বলে ৩৫ রান তুলে ফিরতে হয় তাকেও। ওভারের প্রথম বলেই মায়ার্সকে বোল্ড করেন শরিফুল।

সাইফউদ্দিনের ওভারে চার বলের ব্যবধানে লুক জঙ্গি (১৮) ও রায়ান বার্লের উইকেট খোয়ায় জিম্বাবুয়ে।

পরের ওভারেই শেষ দুই উইকেট তুলে নেন মোস্তাফিজ। প্রথমে দারুণ ইয়র্কারে স্ট্যাম্প ভাঙেন রিচার্ড এনগারাভার। পরে ব্লেসিং মুজারবানিও ক্রস খেলতে গিয়ে বল মিস করে হন বোল্ড।

মোস্তাফিজই ছিলেন বল হাতে সবচেয়ে সফল। ৪ ওভারে ৩১ রানে ৩টি উইকেট নেন কাটার মাস্টার। সাইফউদ্দিন সমান ওভারে ২৩ রানে ২টি আর শরিফুলের ৩ ওভারে ১৭ রানে শিকার ২ উইকেট।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন শততম | টিটোয়েন্টিতে | জয় | পেতে | টাইগারদের | দরকার | ১৫৩ | রান