আর্কাইভ থেকে ফুটবল

ব্রাজিলের নতুন কোচ হতে আগ্রহী আনচেলত্তি

ব্রাজিলের নতুন কোচ হতে আগ্রহী আনচেলত্তি
ফিফা কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর পদত্যাগ করেছিলেন ব্রাজিলের কোচ তিতে। এর পর থেকেই কোচহীন অবস্থায় আছে নেইমার-ভিনিসিয়াসরা। কে হবেন সেলেসাওদের কোচ তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। গুঞ্জন শোনা যাচ্ছে ব্রাজিলের বাইরে থেকে নিয়োগ দেওয়া হতে পারে কোচ। ইতোমধ্যে বেশ কয়েকজন বিদেশি কোচের নামও উঠেছিল। এবার গুঞ্জন উঠলো মাদ্রিদের বর্তমান কার্লো আনচেলত্তি ব্রাজিলের সাথে চুক্তিতে সম্মতি প্রদান করেছে। ইতালিয়ান সাংবাদিক ও দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজো রোমানো মতে, কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হতে সম্মত হয়েছেন। এছাড়াও ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদন বলছে, ব্রাজিলের দেওয়া প্রস্তাব ইতোমধ্যে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন আনাচেলত্তি। তবে এই মুহূর্তে চুক্তির বিষয়টি প্রকাশ্যে আনবে না কেউই। যেহেতু রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে আনচেলত্তির। তাছাড়া ব্রাজিলও এখন পর্যন্ত ‍চুক্তি বিয়ষটি চূড়ান্ত করেনি। ৬৩ বছর বয়সী আনচেলত্তির লস ব্লাঙ্কোসের সাথে একটি চুক্তি শেষ হবে ২০২৪ সালের জুনে। তারপর তিনি ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তি করবেন অর্থাৎ, তিন বছরের এই চুক্তি চলবে পরবর্তী যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করা বিশ্বকাপ পর্যন্ত।  

এ সম্পর্কিত আরও পড়ুন ব্রাজিলের | নতুন | কোচ | হতে | আগ্রহী | আনচেলত্তি