আর্কাইভ থেকে বাংলাদেশ

জবিতে আইএসডিসির আয়োজনে বিতর্ক কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জবিতে আইএসডিসির আয়োজনে বিতর্ক কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাব (আইএসডিসি) আয়োজনে ৫ম বিতর্ক কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই বিভাগের ভার্চুয়াল কন্সফারেন্স রুমে কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের সভাপতি একরামুল হক এরফানের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক মোসাররাত তাসমিয়া রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ানম্যান অধ্যাপক ড. আবদুল ওয়াদুদ, ও কলা অনুষদের ডীন অধ্যাপক ড.  রইস উদ্দীন, ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম সহ অনান্য শিক্ষকবৃন্দ। মোট তিনটি সেশনের মাধ্যমে কর্মশালা সম্পন্ন হয় যথাক্রমে কর্মশালায় বিতর্ক সম্পর্কিত বিষয়ের উপর কথা বলেন  বাংলাদেশ বেতারের উপ বার্তা নিয়ন্ত্রক মাসুদুর রহমান,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের লেকচারার ও সাবেক বির্তাকিক মাহবুবুল আলম হাদী,এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর মিফতাহুল হাসান সান সংসদীয় বির্তকের উপর সেশন পরিচালনা করেন। উল্লেখ্য ফাইনালে টিম লালবাগকে হারিয়ে টিম বাহাদুর শাহ বিজয় অর্জন করে।বিজয়ী দলের সদস্যরা হলেন আবদুল মোমিন, সিয়াম হাসান, মো. আরিফ, এবং পাপিয়া আক্তার।  ডিবেটর অব দা ফাইনাল হয়েছেন সিয়াম হাসান এবং ডিবেটর অব দা টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন মেহেরুননেসা হিমু।

এ সম্পর্কিত আরও পড়ুন জবিতে | আইএসডিসির | আয়োজনে | বিতর্ক | কর্মশালা | ও | পুরস্কার | বিতরণী | অনুষ্ঠিত