আর্কাইভ থেকে ক্রিকেট

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলো ভারত

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলো ভারত
এক বছরেরো বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে রাজত্ব করে আসছিল অস্ট্রেলিয়া। তবে এবার শেষ হলো সেই রাজত্ব। অজিদের সরিয়ে ক্রিকেটের এই সংস্করণের শীর্ষে উঠে এসেছে ভারত। মঙ্গলবার (২ মে) বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসির বাৎসরিক হালনাগাদে অস্ট্রেলিয়ার ১৫ মাসের রাজত্ব গুটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ভারত। চলতি বছরের মার্চে হোম সিরিজে অজিদের ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। কিন্তু তখনও শীর্ষে উঠতে পারেনি দলটি। এবার আইসিসির বার্ষিক র‍্যাঙ্কিংয়ে ঠিকই চূড়ায় উঠে এলো রোহিত শর্মার দল। র‍্যাঙ্কিংয়ে ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে ভারত। আর ১১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া। গত বছরের জানুয়ারি থেকে ১২২ রেটিং পয়েন্ট নিয়ে এতদিন এক নম্বরেই ছিল অস্ট্রেলিয়া। আর তিন পয়েন্টে পিছিয়ে থেকে দুইয়ে ছিল ভারতীয়রা। এদিকে ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তিনে ইংল্যান্ড। ইংলিশদের পরেই চারে আছে দক্ষিণ আফ্রিকা। র‍্যাঙ্কিংয়ের অন্য দলগুলোর অবস্থান অপরিবর্তিতই আছে। র‍্যাঙ্কিংয়ে পাঁচে নিউজিল্যান্ড, ছয়ে পাকিস্তান, সাতে শ্রীলঙ্কা, আটে ওয়েস্ট ইন্ডিজ, নয়ে বাংলাদেশ এবং দশে জিম্বাবুয়ে।    

এ সম্পর্কিত আরও পড়ুন টেস্ট | র‍্যাঙ্কিংয়ের | শীর্ষে | উঠলো | ভারত