আর্কাইভ থেকে ফুটবল

আর্সেনালের হারে ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

আর্সেনালের হারে ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
ফুটবল কি নির্মম! বছরের অধিকাংশ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের ১৯ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার মনে হচ্ছিল হাতছোঁয়া দূরত্বে। এরপর যে কি হলো গানারদের! চলতি মৌসুমের শুরু থেকে জানুয়ারির শেষ পর্যন্ত মাত্র এক ম্যাচ পরাজয় ছিল আর্সেনালের, ড্র করেছিল দুটি। লিগ টেবিলে এক পর্যায়ে তারা ম্যানসিটির থেকে এগিয়ে গিয়েছিল ৮ পয়েন্টে। এরপর শুরু হয় দলটির হতাশার গল্প। গেল ফেব্রুয়ারিতে টানা তিন ম্যাচে দুটিতে হারে ও একটি ড্র করে। অবশ্য এরপর টানা সাত জয়ে সেই ধাক্কাও কাটিয়ে উঠেছিল তারা। কিন্তু এরপর আবার টানা চার ম্যাচে তিন ড্র ও এক হার এবং এবারের টানা দুই হারে স্বপ্ন অধরাই থেকে গেল। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহ্যামের মাঠে ১-০ গোলে হারে আর্সেনাল। ফলে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা ধরে রাখল ম্যানচেস্টার সিটি। ৩৫ ম্যাচে চ্যাম্পিয়ন পেপ গুয়ার্দিওলার সিটির পয়েন্ট ৮৫। দুই ম্যাচ বেশি খেলে মিকেল আরতেতার আর্সেনালের পয়েন্ট ৮১।

এ সম্পর্কিত আরও পড়ুন আর্সেনালের | হারে | ইপিএল | চ্যাম্পিয়ন | ম্যানচেস্টার | সিটি