অপরাধ

র‍্যাব পরিচয়ে প্রকাশ্যে কোটি টাকার বেশি ছিনতাই

রাজধানীর উত্তরায় দিন দুপুরে র‌্যাব পরিচয়ে নগদ এজেন্ট আব্দুল খালেক নয়নের কাছ থেকে ১ কোটি ৮ লাখ ৪৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনাইতাইকারিদের ধরতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনার একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরা-১৩ নম্বর সেক্টরের ১২ নং রোডে এ টাকা ছিনতাই করে র‍্যাব পরিচয়ে পোশাক পরিহিত ছিনতাইকারীরা। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়,  র‍্যাবের পোশাক পরে, বাহিনীর পরিচয়ে দিয়ে কালো মাইক্রোবাস এসে   আকস্মিকভাবে দুটি মোটরসাইকেলের পথ আটকায়। পরে আরোহী চারজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। জিম্মিকৃতরা নগদ এজেন্টের নিকটস্থ বাসা থেকে ওই টাকা বহন করে ডিস্ট্রিবিউটর কার্যালয়ে আনছিলেন।

পরে ছিনতাইকারীরা  তিনজনকে ওই মোটা অঙ্কের টাকাসহ জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নেয়ছিনতাইকারীরা টাকাগুলো নিজেদের কাছে রেখে অস্ত্রের মুখে জিম্মি করাদের উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়।

এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের নাম্বার ও সিসিটিভি ফুটে সংগ্রহ  করে তদন্ত করছে পুলিশ। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টার পাশাপাশি, নগদ এজেন্টের ওই টাকা বহনকারীর চার প্রতিনিধিকে হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

এ বিষয়ে ডিসি মহিদুল ইসলাম জানান, ঘটনার শিকার চারজনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  তারা জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে করে টাকা আনা হচ্ছিল। এক মোটরসাইকেলে ছিল ১ কোটি ৮ লাখ ৪২ হাজার। ছিনতাইয়ের সময় পালিয়ে যাওয়া ওমর হোসেন জানিয়েছেন, তিনি যে ব্যাগ নিয়ে পালাতে সক্ষম হয়েছিলেন তাতে এক লাখের কিছু বেশি টাকা ছিল।

 এ পুলিশ কর্মকর্তা বলেন,  জিজ্ঞাসাবাদে জিম্মি দশা থেকে মুক্ত তিনজন জানিয়েছেন, তাদের চড় থাপ্পর  মারা হয়েছে। কিন্তু কেনো নগদের ডিস্ট্রিবিউটর নয়নের বাসায় টাকাগুলো রাখা হয়েছিল? বন্ধের দিনে এতো সকালে এতোগুলা টাকা কেনো বাসা থেকে অফিসে নেয়া হচ্ছিল? পুলিশ এ প্রশ্নের উত্তর খুঁজছে। এছাড়া দুটি মোটরসাইকেল ব্যবহার করে আলাদাভাবে টাকা বহন করা হচ্ছিল জানালেও যে মোটরসাইকেলে ছিল ১ কোটি ৮ লাখ টাকা সেটাই টার্গেট করাটা সন্দেহজনক।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #র‍্যাব #ছিনতাই