আর্কাইভ থেকে দেশজুড়ে

নার্স সেজে হাসপাতাল থেকে নবজাতক চুরি

নার্স সেজে হাসপাতাল থেকে নবজাতক চুরি
নাটোর সদর হাসপাতালে নার্সের পোশাক পরে এক নবজাতক চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।  এরপর থেকে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার (৯ জুন) দুপুরে হাসপাতালের প্রসূতি বিভাগে এই ঘটনা ঘটেছে।  চুরি হওয়া ওই কন্যা শিশুটি নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান ও হাসনা হেনা শিল্পি দম্পতির সন্তান।  শিশুটির বাবা নলডাঙ্গার খাজুরা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ও মা গৃহিনী। শিশুটির পরিবারের সদস্যরা জানান, গেলো বৃহস্পতিবার হেনা শিল্পির প্রসব যন্ত্রণা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  পরবর্তীতে নরমালে একটি কন্যা সন্তান জন্ম দেন ওই নারী।   শুক্রবার দুপুরে দাদির কোল থাকা ওই শিশুকে নার্সের পোশাক পরা এক নারী চেকআপের কথা বলে নিয়ে যায়।  এরপর অনেক সময় পার হয়ে গেলেও ওই শিশুটিকে ফেরত নিয়ে আসে না ছদ্ববেশধারী ওই নার্স।  পরে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করলে হাসপাতালের কোথাও ওই শিশুকে খুঁজে পাওয়া যায়নি।  বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হলেও কোন সন্ধান মেলেনি।  পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান জানান, হাসপাতালের সিসি টিভি ক্যামেরায় ছদ্ববেশধারী ওই নারীর মুখ স্পষ্ট ছিলো না।  অতি দ্রুত অপরাধীকে শনাক্ত করা হবে।  এবং হারিয়ে যাওয়া ওই কন্যাশিশুকে সুস্থ্য অবস্থায় পরিবারের কোলে তুলে দেয়া হবে। এএম

এ সম্পর্কিত আরও পড়ুন নার্স | সেজে | হাসপাতাল | নবজাতক | চুরি