আর্কাইভ থেকে ফুটবল

বরখাস্ত  হলেন জার্মান কোচ ফ্লিক

বরখাস্ত  হলেন জার্মান কোচ ফ্লিক
সর্বশেষ দুই বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বাড়ির বিদায় নিয়েছে জার্মানি।  কাতার বিশ্বকাপের পরবর্তী সময়েও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি তারা। গতকাল (শনিবার) রাতে প্রীতি ম্যাচে জাপানের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় জার্মানরা। এরপর থেকে জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের চাকরিচ্যুত হওয়া নিয়ে গুঞ্জন চলছিল। এবার সেটাই ঘটলো, ৫৮ বছর বয়সী ফ্লিককে বরখাস্ত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএফবি বলছে, ‘সম্প্রতি হতাশাজনক পরাজয়ের পর পুরুষ জাতীয় দলের দায়িত্বে নতুন কাউকে বসানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগেই আমাদের ফুটবলারদের জন্য আশা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে সত্যি বলতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য খুব কঠিন ছিল। হ্যান্সি ফ্লিক এবং তার সহযোগীসহ সবার অবদানের প্রশংসা করছি। তবে সবকিছুর ঊর্ধ্বে খেলার ফলাফল এবং সেটিকেই অগ্রাধিকার দিচ্ছে ডিএফবি। তাই এই সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য।’  

এ সম্পর্কিত আরও পড়ুন বরখাস্ত |  হলেন | জার্মান | কোচ | ফ্লিক