আর্কাইভ থেকে আন্তর্জাতিক

বিমানে করে সৌদি যাচ্ছিলেন ২৪ ভিক্ষুক, অতপর…

বিমানে করে সৌদি যাচ্ছিলেন ২৪ ভিক্ষুক, অতপর…
সব কিছু  ঠিকঠাক ছিল। বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে অন্যদের মতো গত শনিবার বিমানে আরোহন করেছিলেন ৮  পাকিস্তানি।  গন্তব্য ছিলো সৌদি আরব। হঠাৎ তাদের বিমান থেকে নামিয়ে আনা হলো। একই কারণে এর দুইদিন আগে অন্য একটি ফ্লাইট থেকে নামিয়ে আনা হয় ১৬ পাকিস্তানিকে। কারণ একই। ওই ২৪ পাকিস্তানি ভিক্ষার উদ্দেশ্যে সৌদি আরব যেতে চাইছিলেন। রোববার (১ অক্টোবর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন এর অনলাইন ভার্সনে এ তথ্য উঠে এসেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিমান থেকে নামিয়ে আনা ২৪ পাকিস্তানির সবাই ওমরাহ ভিসা ব্যবহার করে ‘ভিক্ষার উদ্দেশে’ সৌদি আরব যাচ্ছিলেন। এদের মধ্যে আট জনকে শনিবার রাতে মুলতান বিমানবন্দরে সৌদিগামী বিমান থেকে নামিয়ে আনা হয়। তারা এক এজেন্টের মাধ্যমে ভিসার ব্যবস্থা করেছিল। বিবৃতিতে বলা হয়েছে, ‘তারা বলেছিল যে তারা সেখানে ভিক্ষা করবে এবং ভিক্ষা হিসাবে প্রাপ্ত অর্থের অর্ধেক সাব-এজেন্টের কাছে হস্তান্তর করবে।’ এর দুদিন আগে একই বিমানবন্দরে সৌদিগামী বিমান থেকে নামিয়ে আনা হয়েছিল ১৬ ভিক্ষুককে। এদের মধ্যে ১১ জন নারী, চার জন পুরুষ এবং এক শিশু ছিল। জিজ্ঞাসাবাদে তারা জানান, ভিক্ষা হিসাবে পাওয়া সারা জীবনের সঞ্চয় তারা একটি ভ্রমণ সংস্থার এজেন্টকে দিয়েছিলেন। সেই এজেন্টই তাদের ভিসার বন্দোবস্ত করে দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বিমানে | করে | সৌদি | যাচ্ছিলেন | ২৪ | ভিক্ষুক | অতপর