আর্কাইভ থেকে দেশজুড়ে

রোহিঙ্গা যুবকের পেটে মিললো ১২০০ ইয়াবা

রোহিঙ্গা যুবকের পেটে মিললো ১২০০ ইয়াবা
নোয়াখালীর বেগমগঞ্জে দুই রোহিঙ্গা যুবক ও দুই নারী মাদক কারবারিকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এক রোহিঙ্গা যুবকের পেটে থেকেই মিলেছে ১২০০ পিস ইয়াবা। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি বাটন মোবাইল, একটি অ্যান্ড্রয়েট মোবাইল জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয় তাদের। এর আগে, গতকাল বুধবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, রোহিঙ্গা মাদককারবারি মো. জাহিদুল ইসলাম (২৯) ও মো.রফিক ওরফে বাইলা (৪০) কামরুন নাহার (২৫) বিবি আয়েশা (২৩)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়িতে অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে আটক করে তারা। পরে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে ওষুধ সেবন করিয়ে রোহিঙ্গা যুবকের পেট থেকে আরও ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা ইয়াবা প্রেরণ করে আসছে। আটক আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামিরা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা নেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন রোহিঙ্গা | যুবকের | পেটে | মিললো | ১২০০ | ইয়াবা