আর্কাইভ থেকে আইন-বিচার

ভাবিকে হত্যা, দেবর ও তার স্ত্রীর যাবজ্জীবন

ভাবিকে হত্যা, দেবর ও তার স্ত্রীর যাবজ্জীবন
সিলেটে ভাবিকে হত্যার দায়ে দেবর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গেলো বৃহস্পতিবার (২০ অক্টোবর) সিলেটের দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-সিলেটের জৈন্তাপুর থানার দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের আবদুল করিম ও তার স্ত্রী শিরিন বেগম। মামলার রায়ের সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিলেট জেলা জজ কোর্টের পিপি মো. নিজাম উদ্দিন। আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ দেবর আবদুল করিম ও তার স্ত্রী শিরিন বেগমের হাতে নিহত হন সোনারা বেগম নামের এক গৃহবধূ। তিনি আবদুল করিমের সৎ ভাই তোরাব আলীর স্ত্রী। মারধরে তোরাব আলীও আহত হন। ভাবিকে হত্যার দায়ে আবদুল করিম ও তার স্ত্রী শিরিন বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া সৎ ভাই তোরাব আলীকে হত্যার উদ্দেশ্যে মারধরের দায়ে আবদুল করিম ও তার স্ত্রীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ভাবিকে | হত্যা | দেবর | ও | স্ত্রীর | যাবজ্জীবন