আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন—বিএনএমে যোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য শাহ্ মোহাম্মদ আবু জাফর। যোগদানের পরই তাকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার(২০ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহ্ মোহাম্মদ আবু জাফরকে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। চেয়ারম্যানের নাম ঘোষণা না করা হরেও এদিন নতুন করে বিএনএমের কেন্দ্রীয় জাতীয় কার্যনির্বাহী কমিটির আংশিক কমিটি প্রকাশ করা হয়।
শাহ্ মোহাম্মদ আবু জাফর ১৯৭৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ফরিদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে জাতীয় পার্টিতে যোগ দেন এবং ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৩ সালে জাতীয় পার্টি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দেন। পরে ২০০৫ সালে ফরিদপুর-১ আসনের (মধুখালী, আলফাডাঙ্গা ও বোয়ালমারী) উপ-নির্বাচনে বিএনপি থেকে এমপি নির্বাচিত হন।
সংবাদ সম্মেলনে জানানো হয়,আজ (সোমবার) সন্ধ্যা থেকে দলটির গুলশানস্থ প্রধান কার্যালয় থেকে মনোনয়ন বিতরণ করা হবে।রাজধানী গুলশানস্থ নতুন কার্যালয়ে (যেহেতু বর্তমানে মহাখালী কার্যালয়ে স্থান সংকুলান হচ্ছে না) থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করার বিষয়টিও নিশ্চিত করেন তিনি। এসময় তিনি আরও জানান, প্রতিটি আসনেই তারা প্রার্থী দিতে চান।
দলে নতুন করে বিএনপির সাবেক চারজন সাবেক সংসদ সদস্য যোগ দেন। তারা হলেন-ঝিনাইদহ-১ আসনের মো. আব্দুল ওহাব, সুনামগঞ্জ-৪ আসনের শামসুল আবেদিন, বরগুনা-২ আসনের অধ্যাপক আব্দুর রহমান ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর।
সংবাদ সম্মেলনে নতুন মহাসচিব অ্যাডভোকেট শাহজাহান ২০১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এর মধ্যে স্থায়ী কমিটির সংখ্যা ১৬ জন। এ সময় তিনি আগামীতে আরো চমক আছে জানিয়ে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন দলের ২৫ জন সাবেক সংসদ সদস্য যোগ দেবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নতুন এই মহাসচিব বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো দেখছি, সামনের দিনের কথা বলতে পারি না। তবে আমরা আশা করি, নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, এর মধ্য দিয়ে ভোটাধিকার যেন প্রয়োগ হয়। এবং দেশে একটি স্থিতিশীল পরিবেশ যেন তৈরি হয়।