আর্কাইভ থেকে রাজনীতি

মনোনয়নপত্র সংগ্রহ করছেন দলীয়-স্বতন্ত্র প্রার্থীরা

মনোনয়নপত্র সংগ্রহ করছেন দলীয়-স্বতন্ত্র প্রার্থীরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা রাজধানীর সেগুনবাগিচায় রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা ৪ থেকে ১৮ আসনে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করবেন । মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌস নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ পর্যন্ত ঢাকার দুটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেড় শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে আগামী ১৮ ডিসেম্বর। মূলত, ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে এবং ৫টি ঢাকা জেলার মধ্যে। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি জেলা প্রশাসনের কার্যালয়, অপরটি সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। এরমধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা ৪ থেকে ১৮ আসনের মনোনয়ন সংগ্রহ করা যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন মনোনয়নপত্র | সংগ্রহ | করছেন | দলীয়স্বতন্ত্র | প্রার্থীরা