আর্কাইভ থেকে লাইফস্টাইল

৩ ভুল এড়িয়ে চললে খাবার হবে দিগুণ স্বাদ

৩ ভুল এড়িয়ে চললে খাবার হবে দিগুণ স্বাদ
রান্না ভাল হয় শুধু মশলার গুণে নয়। সঠিক মনোযোগ না দিলে রান্না সুস্বাদু হওয়া মুশকিল। রান্না একেবারেই সহজ কাজ নয়। পরিমাণ মতো মশলা, সঠিক উপকরণ দিয়ে রাঁধলেও রান্নার স্বাদ মনের মতো হয় না। অথচ ক্লান্ত হয়ে যারা রান্না করছেন, তাদের কাছে নিজের হাতে রান্না করা খাবার খাইয়ে অন্যের বাহবা পাওয়া একটা প্রাপ্তি। রোজের ডাল, ভাত, চচ্চড়ি রান্নায় কোনও রকমে উতরে গেলেও মাছ, মাংস রান্নার সময়ে একটু সতর্ক থাকতে হয়। একটু এদিক থেকে ওদিক হলেই স্বাদ যাবে বিগড়ে। কয়েকটি ভুল যদি এড়িয়ে চলতে পারেন, তা হলে মাছ এবং মাংসের যে কোনও পদই রেস্তরাঁর মতো খেতে হবে। ভাল করে পরিষ্কার করুন মাছ, মাংস যেটাই রাঁধবেন, রান্না শুরুর আগে ভাল করে সেগুলি ধুয়ে নিতে হবে। যাতে কোনও আঁশটে গন্ধ না থাকে। ঠিক করে না ধুয়ে রান্না চাপিয়ে দিলে কাঁচা মাছ, মাংসের গন্ধে খাবারের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। ম্যারিনেট করুন রান্না সুস্বাদু হয় সঠিক ম্যারিনেশনের গুণেও। তাই মাছ, মাংস যা-ই রান্না করুন, ভাল করে আগে ম্যারিনেট করে নিন। ম্যারিনেট করে রাখলে তেল, ঝাল, মশলা মাছ-মাংসের মধ্যে ভাল করে ঢোকে। ম্যারিনেশন ভাল না হলে স্বাদও ভাল হয় না। অতিরিক্ত রান্না করলে অনেকেই আছেন রান্না বেশিক্ষণ ধরে কষান। ভাল করে কষালে রান্না সুস্বাদু হয় ঠিকই। তবে তারও একটা নির্দিষ্ট সময়সীমা আছে। যতক্ষণ ইচ্ছা রান্না কষানো যায় না। বেশিক্ষণ তাপে থাকলে আবার খাবারের যে নিজস্ব স্বাদ, তা নষ্ট হয়ে যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন ৩ | ভুল | এড়িয়ে | চললে | খাবার | হবে | দিগুণ | স্বাদ