দেশজুড়ে

আন্দোলনের মুখে বন্ধ হলো পোশাক কারখানা

আন্দোলনের মুখে বন্ধ হলো পোশাক কারখানা
বেতন-বোনাস বৃদ্ধি ও ওভারটাইম বিলসহ কয়েকটি দাবিতে আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকরা গেলো দুইদিন ধরে কর্মবিরতিতে নামে। এর জেরে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এসময় কারখানাটির প্রায় ১৫শ শ্রমিক কারখানার সামনের সড়কে বিক্ষোভে নামে। সোমবার (১৫ জানুয়ারি) সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বিক্ষুব্ধ শ্রমিকদের দাবিগুলো হলো, সরকার নির্ধারিত বেতন বাস্তবায়ন করা, ঈদ বোনাস বেতনের ৫০ শতাংশ করা, মাতৃত্বকালীন ছুটির ভাতা প্রদান, কর্মঘণ্টার অতিরিক্ত ডিউটি করালে (বিকাল ৫টার পর) ওভারটাইম বিল দিতে হবে, বাৎসরিক ছুটির টাকা প্রদান, শ্রমিকদের কাজের রেট প্রদান, কাজের রেট কমপ্লিট সর্বনিম্ন ২৫ টাকা নির্ধারণ করা, প্রোডাকশন বোনাস সর্বনিম্ন ৪০ শতাংশ করা, অপারেটরদের আইডি কার্ড A এবং B গ্রেডিং করা, কোন শ্রমিক রিজাইন দিলে তার পাওনাদি বুঝাইয়া দেয়া। বিক্ষোভে অংশ নেয়া কারখানাটির লিংকিং অপারেটর মো. জাকির বলেন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে সরকার তাদের বেতন বৃদ্ধি করেছে। কিন্তু আমরা যারা সোয়েটার ফ্যাক্টরি শ্রমিক রয়েছি তারা সেই বেতন থেকে বঞ্চিত। তাই আমরা গেলো দুই দিন যাবত আমাদের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ে কারখানায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম। গতকাল কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে আমরা বাসায় চলে যাই। কিন্তু আজ সকালে কারখানায় এসে দেখি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ ঝুলছে। এমদাদ নামে আরেক শ্রমিক জানান, আমরা আমাদের ১০ দফা দাবি নিয়ে দুই দিন ধরে কর্মবিরতি পালন করছিলাম। এ সময়ে কারখানার এডমিন কর্মকর্তা মোহাম্মদ রিপন স্যার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে পরে আমরা উনার পদত্যাগ দাবি করি। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অপসারণের আশ্বাস দিয়ে আমাদের দাবি মেনে নিবে বলে জানায় এবং আমাদেরকে বলে আগামীকাল কারখানায় আসতে কিন্তু আজ সকালে আমরা কারখানায় এসে দেখি তারা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। এ ব্যাপারে আইরিশ ফ্যাশন লিমিটেডের এডমিন অফিসার মো. মোখলেসের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ সম্পর্কিত আরও পড়ুন আন্দোলনের | মুখে | বন্ধ | হলো | পোশাক | কারখানা