আন্তর্জাতিক

নোবেলজয়ী নার্গিসকে আরও ১৫ মাসের কারাদণ্ড দিলো ইরান

নোবেলজয়ী নার্গিসকে আরও ১৫ মাসের কারাদণ্ড দিলো ইরান
প্রায় ১২ বছর ধরে একাধিক মামলার সাজা ভোগ করেছেন শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি। এর মধ্যেই এলো নতুন রায়। নার্গিস মোহাম্মদিকে আরও ১৫ মাসের কারাদণ্ড  ভোগ করার আদেশ দিয়েছেন ইরানের আদালত। মঙ্গলবার (১৬ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তাকে এ অতিরিক্ত কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন এ সংবাদ সংস্থাটি। রায় ঘোষণার পর এর নিন্দা জানিয়ে তার পরিবার বলেছে, ২০২১ সালের মার্চ থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো দোষী সাব্যস্ত হলেন নার্গিস। তার পরিবার আরও জানায়, বিচারের সময় তিনি আদালতের কার্যক্রমে বা জিজ্ঞাসাবাদে অংশ নিতে অস্বীকৃতি জানান। পরে তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। রায়ে নার্গিসকে তেহরানের বাইরে দুই বছর নির্বাসন এবং সাজা কাটানোর পর দুই বছরের জন্য বিদেশ ভ্রমণে না যাওয়ারও আদেশ দিয়েছে আদালত। এদিকে তাকে ইরানের এভিন কারাগার থেকে সরিয়ে নেয়া হবে বলে জানা গেছে। বর্তমানে সেখানেই বন্দি রয়েছেন তিনি। মানবাধিকার ও নারী স্বাধীনতার পক্ষে লড়াইয়ের জন্য ৫১ বছর বয়সী এই অধিকারকর্মীকে গেলো অক্টোবরে শান্তিতে নোবেল দেয়া হয়েছিল। তার সন্তানরা অক্টোবরে অসলোর সিটি হলে তার হয়ে পুরস্কারটি গ্রহণ করেছিলেন। নার্গিস মোহাম্মাদি একজন মানবাধিকারকর্মী। বাকস্বাধীনতা ও স্বাধীনতার অধিকারের জন্য লড়াই করতে গিয়ে ব্যাপক নিপীড়নের শিকার হয়েছেন। ইরান কর্তৃপক্ষ তাকে অন্তত ১৩ বার গ্রেপ্তার করেছে। তাকে দোষী সাব্যস্ত করে পাঁচবার রায় দিয়েছে আদালত। বর্তমানে মোট ৩১ বছরের দণ্ড নিয়ে কারাগারে আছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন নোবেলজয়ী | নার্গিসকে | আরও | ১৫ | মাসের | কারাদণ্ড | দিলো | ইরান